এসএম আসাদুজ্জামান,ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে অবৈধ পথে ভারত যাওয়ার সময় নোম্যান্স ল্যান্ড থেকে শিমুলবাড়ী ক্যাম্পের বর্ডার গার্ড(বিজিবি) সদস্যরা তৈয়ব আলী(৬০)নামের এক বৃদ্ধকে আটক করেছে। তিনি হলেন,উপজেলার কুরুষা ফেরুষা ফকিরপাড়া গ্রামের মৃত আব্দুল হাকিমের ছেলে ।
বিজিবি ও পুলিশ সুত্রে জানা গেছে, গতকাল বৃহস্প্রতিবার দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার শিমুলবাড়ী সীমান্তে আন্তর্জাতিক মেইন পিলার নং ৯৩৭ এর সাব পিলার নং ১ এস দিয়ে সীমান্ত অতিক্রম করার সময় টহলরত বিজিবির সদস্যরা তাকে আটক করে। পরে বিজিবি শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার নায়েক সুবেদার শাহ আলম বাদী হয়ে তার বিরুদ্ধে ভারতে অবৈধ অনুপ্রবেশের চেষ্টা করায় তার বিরুদ্ধে মামলা দায়ের করে ফুলবাড়ী থানায় হস্তান্তর করে।
এ প্রসঙ্গে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ খন্দকার ফুয়াদ রুহানী ঘটনার সত্যতা স্বীকার করে জানান, আসামীকে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।