কুড়িগ্রাম উত্তর সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ীতে করোনা ভাইরাসের প্রাদুর্ভাবে লগডাউন পরিস্থিতিতে সীমান্তবর্তী গ্রামগুলোর পাঁচ শতাধিক কর্মহীন পরিবারকে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে।
সোমবার সকাল সাড়ে ১১ টায় উপজেলার তালুক শিমুলবাড়ী স্কুল মাঠ ও দুপুর ১২ টায় কাশিপুর ডিগ্রী কলেজ মাঠে সামাজিক দুরত্ব রেখে খাদ্য সামগ্রী বিতরণ করেন বিদ্যানন্দ ফাউন্ডেশনের পক্ষ থেকে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন।
এ সময় উপস্থিত ছিলেন লালমনিরহাট ১৫ বিজিবির উপ-অধিনায়ক মেজর এম এম শাহ আলম, শিমুলবাড়ী ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার কামরুল ইসলাম, কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক, বালারহাট ক্যাম্পের নায়েক সুবেদার নজরুল ইসলাম, শিমুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান এজাহার আলী, গোল্ডেন ফিউচার একাডেমীর প্রতিষ্ঠাতা চেয়ারম্যান হাবিবুর রহমান হাবিব ,ইউপি সদস্য এরশাদুল হক, শান্তাদুল ইসলাম প্রমূখ।
এই দুর্যোগ পরিস্থিতিতে বিপাকে পরা সীমান্তবাসীদের মাঝে খাদ্য সামগ্রী হিসেবে ৬ কেজি চাউল, ১ কেজি ডাল, ২ কেজি আটা, ৫০০ গ্রাম সোয়াবিন তেল, ১ প্যাকেট লবণ, ১ প্যাকেট সুজি, ১ প্যাকেট বিস্কুট বিতরণ করা হয়।