ফুলবাড়ী (কুড়িগ্রাম ) সংবাদদাতা ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফের) গুলিতে এক বাংলাদেশি মাদক চোরাকারবারী আহত হয়েছে। ঘটনাটি ঘটে উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর সীমান্তে।
আহত বাংলাদেশি মাদক চোরাকারবারী রংপুর শহরে কোন একটি হাসপাতালে গোপনে চিকিৎসা নিচ্ছে বলে একাধিক সীমান্তবাসী জানিয়েছেন। এ ঘটনায় ওই সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা টহল জোড়দার করেছে।
সীমান্তবাসী সুত্রে জানা গেছে, রবিবার রাত ৯টায় ওই সীমান্তের আন্তজাতিক মেইন পিলার ৯৪৫ এর সাব পিলার ১ এসের পাশ দিয়ে ভারতে গঁাজা পঁাচার করতে গেলে কঁাটাতারের বাহিরে টহলরত ভারতীয় ঝিঁগরী ক্যাম্পের ১৯২ ব্যাটালিয়নের বিএসএফ সদস্যরা ৮ থেকে ১০ জন বাংলাদেশি মাদক চোরাকারবারীকে লক্ষ্য করে গুলি ছেঁাড়ে। বিএসএফের গুলিতে এক বাংলাদেশি চোরাকারবারীর ডান হাতের কব্জিতে গুলিবৃদ্ধ হয়ে মারাক্তক আহত হয়। পরে তার সহযোগীর তাকে উদ্ধার করে নিয়ে আসে এবং রাতেই তাকে রংপুরের কোন এক হাসপাতালে নিয়ে যাওয়া হয়।
আহত বাংলাদেশি চোরাকারবারী হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের অনন্তপুর বালাবাড়ী গ্রামের আব্দুস ছালামের ছেলে সাইফুল ইসলাম (৪০)।
কাশিপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান গোলজার হোসেন মন্ডল ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটালিয়নের অধীন কাশিপুর ক্যাম্পের কোম্পানী কমান্ডার সুবেদার আব্দুল হক সত্যতা নিশ্চিত করে জানান আহত বাংলাদেশিকে খুঁজতে পার্শ্ববর্তি নাগেশ্বরী হাসপাতাল ও ক্লিনিকে কোথায় তাকে পাওয়া যায়নি।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ ব্যাটালিয়ন বিজিবি’র অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল এস এম তৌহিদুল আলম ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান বিজিবির পক্ষ থেকে বিএসএফকে তীব্র
প্রতিবাদ জানানো হয়েছে এবং সোমবার সকালে কোম্পানী পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়। সেই সাথে ওই সীমান্তে বিজিরি টহল জোড়দার অব্যাহত আছে ।