ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি ঃ
কুড়িগ্রামের ফুলবাড়ী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)’র সদস্যরা ৬টি ভারতীয় গরু আটক করেছে। আটককৃত গরুর আনুমানিক মূল্য ২ লাখ ৩০ হাজার টাকা।
বিজিবি সূত্র জানায়,গত সোমবার রাত ৯টার দিকে উপজেলার গোরকমন্ডল সীমান্তের ৯৩০ নং আর্ন্তজাতিক সীমানা পিলারের ৮নং সাব পিলারের নিকট দিয়ে চোরাকারবারীরা ভারত থেকে গরু নিয়ে বাংলাদেশে প্রবেশ করে। এ সময় গোরকমন্ডল ক্যাম্পের হাবিলদার সোলায়মান হোসেনের নেতৃত্বে বিজিবি’র টহলদল চোরাকারবারীদের ধাওয়া করেন। বিজিবি’র ধাওয়ায় গরু গুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারীরা। পরে বিজিবি আটককৃত গরুগুলো ক্যাম্পে নিয়ে আসে।
এ ব্যাপারে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর-ই-আলম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।