ফুলবাড়ী(কুড়িগ্রাম) প্রতিনিধি :
কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার কৃষ্ণন্দন বকসী সীমান্ত এলাকা থেকে ১৪ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)। গত শুক্রবার রাতে ঘন কুয়াশার মাঝে উভয় দেশের চোরাকারবারীদের যোগসাজশে অর্ন্তজার্তিক ৯৩০নং মেইন পিলারের পাশ দিয়ে চোরাকারবারীরা মাদক গুলো নিয়ে আসার সময় বিজিবি’র সদস্যরা তাদেরকে ধাওয়া করে । এ সময় গাঁজা গুলো ফেলে পালিয়ে যায় চোরাকারবারী চক্রটি। পরে গোরক মন্ডপ বিজিবি’র টহলরত সদস্যরা ওই গাঁজা গুলো জব্দ করে ক্যাম্পে নিয়ে আসে।
এ প্রসঙ্গে লালমনিরহাট ১৫ বিজিবি ব্যাটলিয়ানের অধীন শিমুলবাড়ী কোম্পানী কমান্ডার সুবেদার নুর ই আলম জানান, এ ঘটনার সাথে জড়িত থাকার অপরাধে তিন জনকে পলাতক আসামী করে ফুলবাড়ী থানায় একটি মামলা দায়ের করা হয়েছে ।