শেখ মোঃ সাইফুল ইসলাম গাইবান্ধা প্রতিনিধিঃ।
গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ উপজেলার শাখাহার ইউপির রাজস গ্রামে ১০ টাকা কেজির ফেয়ার প্রাইজ সরকারের খাদ্য বান্ধব কর্মসূচীর সরকারি চাল কালোবাজারে বিক্রয়ের সময় শফিকুল নামে একজনকে আটক করেছে পুলিশ।
আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলার শাখাহার ইউনিয়নে১০টাকা কেজির চাল বিক্রয়ের সময় কালাই থানার দুদার গ্রামের কছিম উদ্দিনের ছেলে শফিকুল নামে যুবকে আটক করে পুলিশ।
সে রাজস গ্রামের ওহাব সরকারের ছেলে সাইফুলের বাড়ী থেকে ক্রয় করে ভ্যান যোগে নিয়ে যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে ওই কালোবাজারী ব্যবসায়ীকে নয়বস্তা চালসহ পুলিশ আটক করে।
গোবিন্দগঞ্জ থানার ওসি(তদন্ত)আফজাল হোসেন সাংবাদিকদের জানান, দশ টাকা কেজির প্রতি বস্তায় ৩০ কেজি চাল মোট ৯ বস্তা চাল কাল বাজারে পাঁচার কালে শফিকুল নামের এক ব্যক্তিকে আটক করা হয়।
আটককৃত ব্যক্তির বিরুদ্ধে সরকারি চাল আত্মসাতের অভিযোগে ব্যবস্থা নেওয়া হবে বলে জানান তিনি ।