বকশিগঞ্জ প্রতিনিধি,
‘ জামালপুর, বকশিগঞ্জ সদর নঈমিয়ার হাটে পুলিশের ভয়ে পালাতে গিয়ে এক কৃষকের মৃত্যু।
বকশিগঞ্জ উপজেলার নঈমিয়ার হাটে আলু বিক্রি করতে আসায় কামালপুর গ্রামের কৃষক সিরাজুল হক পুলিশের ভয়ে পালাতে গিয়ে হ্রদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।
,,,,জানাযায় আজ ১৮ এপ্রিল রোজ শনিবার নঈমিয়ার বাজার সাপ্তাহিক হাট বার প্রতিদিনের নেয় করোনা ভাইরাস প্রতিরোধে সামাজিক দুরত্ব নিশ্চিত করার জন্য উপজেলার নির্বাহী কর্মকর্তা আ স ম জামসেদ খন্দকার পুলিশ নিয়ে পেশাগত দায়িত্ব পালন করতে নঈমিয়ার হাটে যান।এতে পুলিশের গাড়ির সাইলেন্স এর শব্দ পেয়ে হাটের লোকজন এদিক সেদিক পালানোর জন্য ছুটাছুটি করেন। কৃষক সিরাজুল হক (৫০) ও দৌড়ে পালাতে গিয়ে লোকজনের ধাক্কা ধাক্কিতে মাটিতে পড়ে যায়। সঙ্গে সঙ্গে তাকে উদ্ধার করে নির্বাহী কর্মকর্তার তত্ত্বাবধানে স্থানীয় স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে ভর্তি করান। ভর্তির কিছুক্ষন পরই কৃষক সিরাজুল হক হ্রদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন। পরে স্হানীয় স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক দাবি করে জানান কৃষক সিরাজুল হক হ্রদ ক্রিয়া বন্ধ হয়ে মৃত্যু বরন করেন।
স্হানীয়রা পুলিশের বিরুদ্ধে অভিযোগ বললেও তার পরিবারের সদস্যরা বিষয়টি অস্বীকার করে জানান সে দীর্ঘদিন যাবত হাটের সমস্যায় ভুগছেন।
পরে বকশিগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তা আ স ম জামসেদ খন্দকার, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা জনাব শফিকুল ইসলাম সম্রাট, পৌরসভা মেয়র নজরুল ইসলাম সওদাগর, বকশী গঞ্জ উপজেলার আওয়ামিলীগের সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, ও কামালপুর ইউনিয়ন এর চেয়ারম্যান মোস্তফা কামালের উপস্থিতিতে পরিবারকে মৃতদেহ হস্তান্তর করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *