বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ ফিরোজ আল মুজাহিদ বাবু।
বকশিগঞ্জে যতদিন মহামারী করোনা থাকবে ততদিনই পাখিমারার ২০০ কর্মহীন পরিবারের মাঝে খাদ্য সহায়তা দিবে পাখিমারা সরকারবাড়ী।
ইতিমধ্যেই তাদের এই তৎপরতা গত ১মাস যাবত চালু রয়েছে। সপ্তাহে ১দিন করে প্রতিটি ঘরে ঘরে ৭দিনের খাবার পৌছে দেওয়া হচ্ছে।
বৃহস্পতিবার বিকালে খাদ্যভর্তি এমন একটি ভ্যান চোখে পড়লে এসব তথ্য জানা যায়।
ভ্যানের দুই পার্শ্বে রয়েছে সরকারবাড়ীই দুই সদস্য সরকার রাসেল ও সুমন সরকার। তারা জানান, তাদের এই কার্যক্রম গত ১মাস যাবত চালু রয়েছে।
তারা আরও জানায়, গ্রামের ২শত পরিবারের একটি তালিকা করা হয়েছে। সদস্যনুযায়ী তাদের ৭দিনের খাদ্য একসাথে সরবরাহ করা হয়ে থাকে।
অর্থের উৎস সর্ম্পকে জানাতে চাইলে তারা জানান, পাখিমারা সরকার বাড়ীর অনেক সদস্যই দেশ ও দেশের বাইরে সম্মানজনক পেশায় কর্মরত।
পুলিশ বাহিনীর মধ্যে কনস্টেবল থেকে শুরু করে পুলিশ মহাপরিদর্শক পর্যন্ত রয়েছে এই বাড়ীর। ব্যাংক কর্মকর্তাও রয়েছে প্রায় কয়েক জন। কানাডাসহ আমেরিকান প্রবাসীও রয়েছে বেশ কয়েকজন। দেশের বিশ্ববিদ্যালসহ বিদেশের বিশ্ববিদ্যালয়ের শিক্ষকও রয়েছে কয়েকজন। ডক্টরট, আইনজীবি, লেখক, কবি, সাংবাদিকসহ প্রতিটি পেশার লোকজন রয়েছে এই ঐতিহ্যবাহী পাখিমারা সরকারবাড়ীর।
তারাই প্রতিনিয়তই এলাকার অসহায় মানুষদের মাঝে সহযোগিতা করে আসছেন।
আর এদের সাথে সমন্বয় করছেন সরকার রাসেল ও সুমন সরকার।