বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধি,ফিরোজ আল মুজাহিদ বাবু। জামালপুরের বকশীগঞ্জে নিজ গ্রামে দরিদ্রদের মাঝে উপহার সামগ্রী বিতরন করেছেন বাংলাদেশ নৌপরিবহন মন্ত্রনালয়ের অধিনস্থ বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষের পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান বাদল।
বৃহস্পতিবার দুপুরে তার নিজ গ্রাম বকশীগঞ্জ উপজেলার সাধুরপাড়া আইরমারী খানপাড়া গ্রামে তার পক্ষে এসব উপহার সামগ্রী বিতরণ করেন এ সময় উপস্থিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার আ.স.ম জামশেদ খোন্দকার ও তার পরিবারের সদস্যরা।
নৌপরিবহন মন্ত্রনালয়ের অধিনস্থ বাংলাদেশ স্থল বন্দর কতৃপক্ষের পরিচালক আবুল ফয়েজ মোঃ আলাউদ্দিন খান বাদল এর ব্যক্তিগত অর্থায়নে বৈশ্বিক মহামারী করোনায় কর্মহীন ১৫০ জন কর্মহীন পরিবারে মাঝে নিত্য প্রয়োজনীয় সামগ্রী হিসেবে চাল,ডাল, আলু, পেঁয়াজ, ভোজ্যতেল, লবন এবং সাবান বিতরণ করা হয় |