আল মোজাহিদ বাবু,বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ উপজেলা বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহাবুব খান (৪০) ইন্তেকাল করেছেন। (ইন্না-লিল্লাহি ওয়া ইন্না-ইলাইহি রাজিউন)।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) হাসান মাহাবুব খান শ্বাসকষ্ট ও ঠান্ডা জনিত রোগে ভোগতেছিলেন।
শুক্রবার রাত ৮.৩০ মিনিটের দিকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান।
বকশীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মুনমুন জাহান লিজা বকশীগঞ্জ প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হাসান মাহাবুব খানের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
তার অকাল মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন জামালপুর-১ আসনের এমপি ও সাবেক মন্ত্রী আবুল কালাম আজাদ, উপজেলা চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, বকশীগঞ্জের পৌর মেয়র নজরুল ইসলাম সওদাগর, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি আবু জাফর, সাধুরপাড়া ইউনিয়নের চেয়ারম্যান মাহামুদুল হাসান বাবু, উপজেলা প্রেসক্লাবের সভাপতি হেদায়েত উল্লাহ, সাধারন সম্পাদক ফাতিউল হাফিজ বাবু ও সাংবাদিক গোলাম রব্বানী নাদিম সহ উপজেলার সকল দপ্তরের কর্মকর্তাগণ।