বকসীগঞ্জ(জামালপুর)প্রতিনিধি :
জামালপুর জেলার বকশীগঞ্জ উপজেলা কামালপুর গ্রামে মঙ্গলবার দুপুরে দুই শিশুর ঝগড়াকে কেন্দ্র করে পাশের বাড়ি গোলাম মওলা ও গোলান হোসেনের নেতৃত্বে দেশীয় অস্ত্র নিয়ে সফিকুলের বাড়িতে হামলা চালিয়ে বাড়ি ঘর ভাংচুর ও বেধম প্রহার করে।
স্থানীয়রা জানায় ,আজ মঙ্গলবার (২০-০৪-২১)দুপুরে শিশু বাচ্চা মামাত ও ফুফাতো দুই ভাই খেলার সময় শিশুর ঝগড়া বড়দের মাঝে গেলে তখন শফিকুলকে মারার জন্য গোলাম মওলা ও গোলান হোসেন দলবল নিয়ে দাওয়া করে শফিকুল ঘরের মধ্য পালাই। এতেও তারা ক্ষান্ত হয়নি সফিকুলের বাড়ি ঘর দিনের বেলা দেশীয় অস্ত্র দিয়ে কুপিয়ে ঘরের জিনিস পত্র ভাংচুর করে। শফিকুলকে তার ঘর থেকে বেড় করে বেধম প্রহার করে।
এই বিষয়ে বকশীগঞ্জ থানা পুলিশ তদন্ত করেছেন।