ফিরোজ আল মুজাহিদ বাবু বকশিগঞ্জ (জামালপুর) প্রতিনিধিঃ
জামালপুরের বকশীগঞ্জ উপজেলায় বিভিন্ন আইনে ভ্রাম্যমাণ আদালতে সাতজনকে ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
২৩ মে বেলা ১১ টায় বকশীগঞ্জ পৌর শহর, মোদক পাড়া, নঈম মিয়ার বাজারসহ বিভিন্ন স্থানে দন্ডবিধি ২৬৯, ভোক্তা অধিকার সংরক্ষণ আইনের ৩৮, ৪০ ও ৫৩ নম্বর ধারা এবং ধূমপান ও তামাকদ্রব্য ব্যবহার (নিয়ন্ত্রণ) ২০২০৫ এর ধারা ৯ অনুযায়ী মোট সাতজনকে ২৭ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী হাকিম ও উপজেলা নির্বাহী কর্মকর্তা আ. স. ম. জামশেদ খোন্দকার এ জরিমানা আদায় করেন।