আল মোজাহিদ বাবু বকশীগঞ্জ (জামালপুর) প্রতিনিধি
জামালপুরের বকশীগঞ্জ প্রধানমন্ত্রীর আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় ২৯ জন অসচ্ছল মুক্তিযোদ্ধা আজ হাতে পেলে বীর নিবাসের চাবি ।
১৫ ফেব্রুয়ারী বুধবার সকালে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে আবাসন নির্মাণ প্রকল্পের আওতায় উদ্বোধনের পর বকশীগঞ্জ উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে সুবিধা ভোগীদের মাঝে বীর নিবাসের চাবি হস্তান্তর করেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আব্দুর রউফ তালুকদার, উপজেলা নির্বাহী কর্মকর্তা মুন মুন জাহান লিজা।
অন্যানের মাঝে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি আতাউর রাব্বি, উপজেলা মৎস্য কর্মকর্তা আশরাফুল ইসলাম রিয়েল, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মজনুর রহমান, বীর মুক্তিযোদ্ধা উপজেলা সাবেক কমান্ডার মফিজ উদ্দিন, উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম বিজয়, বীর মুক্তিযোদ্ধা আফসার আলীসহ অনেকই উপস্থিত ছিলেন।
উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিস সূত্রে জানা যায়, বাংলাদেশ সরকারের মুক্তিযোদ্ধ মন্ত্রণালয়ের অধীনে সারাদেশের অস্বচ্ছল মুক্তিযোদ্ধাদের জন্য বীর নিবাস (ঘর) নির্মাণ করা হচ্ছে। তারই অংশ হিসেবে বকশীগঞ্জ ৪১ জন মুক্তিযোদ্ধা পাচ্ছে বীর নিবাস, যার মধ্যে আজ বুধবার ২৯ টি হস্তান্তর করা হয়েছে । মুজিববর্ষ এবং স্বাধীনতার সুবর্ণজয়ন্তী উদযাপন উপলক্ষে অসচ্ছল বীর মুক্তিযোদ্ধা ও তাদের পরিবারের জন্য এ ঘর প্রদান করা হচ্ছে। একেকটি ঘর নির্মাণে ব্যয় ধরা হয়েছে ১৪ লাখ ১০ হাজার টাকা।