ঝালকাঠী প্রতিনিধিঃ
ঝালকাঠির রাজাপুরে তৌফিক ওমর জয় নামে এক উত্যক্তকারীকে পিটিয়ে আহত করেছে ফারহানা ইসলাম প্রান্তি নামে নবম শ্রেণির এক প্রতিবাদী স্কুলছাত্রী।
শনিবার (১৬ সেপ্টেম্বর) সকাল ৮টায় রাজাপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনের সড়কে এ ঘটনা ঘটে।
উত্যক্তকারী তৌফিক ওমর জয় রাজাপুর পাইলট বালক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র এবং উপজেলার ইন্দ্রপাশা গ্রামের হুমায়ুন কবিরের ছেলে। জয়কে আটক করেছে পুলিশ।
পুলিশ জানায়, শনিবার সকাল ৮টায় রাজাপুর বালিকা মাধ্যমিক বিদ্যালয়ের সামনে প্রান্তি ও তার বান্ধবীদের উদ্দেশ্য করে অশালীন মন্তব্য করে জয়সহ বেশকিছু বখাটে।
প্রত্যক্ষদর্শীরা জানায়, প্রান্তির প্রতিবাদে কিছু বখাটে পালিয়ে গেলেও জয় ও প্রান্তির মধ্যে বাকবিতন্ডার এক পর্যায়ে মারমারির ঘটনা ঘটে। এতে দুজনই আহত হয়েছে। প্রান্তির মুখমন্ডলে ও পায়ে সামান্য আঘাত লাগলেও প্রান্তির ইটের আঘাতে মাথা ফেটে যায় জয়ের। এ ঘটনায় ওই স্কুলছাত্রী থানায় লিখিত অভিযোগ করলে জয়কে আটক করে পুলিশ।
রাজাপুর থানার পরিদর্শক (তদন্ত) হারুণ অর রশীদ বলেন, স্কুলছাত্রীর লিখিত অভিযোগের ভিত্তিতে উত্যক্তকারী জয় ও অজ্ঞাতনামা আরো ২-৩ জনকে আসামি করে মামলা দায়ের করা হয়েছে। মামলা নম্বর-৫। রোববার আসামীকে আদালতে পাঠানো হবে।