মনিরুল ইসলাম বগুড়া থেকে
আজ সোমবার সকাল ১০ দশটা হইতে বিকেল ৪ চারটা পর্যন্ত, সুবিধাবঞ্চিত দরিদ্র মানুষদের মধ্যে দিনব্যাপী বিনামূল্যে চক্ষু পরিক্ষা ও চিকিৎসা এবং ছানি অপারেশন ক্যাম্প অনুষ্ঠিত হয়েছে।
বগুড়া, নন্দীগ্রাম উপজেলার, কুন্দার হাট হাইস্কুল মাঠে “গ্রামীণ জিসি চক্ষু হাসপাতাল” এর পরিচালনায় চিকিৎসা ক্যাম্পেইন অনুষ্ঠিত করা হয়, চিকিৎসা ক্যাম্প উদ্ভোদন করেন,কুন্দারহাট ইনছান আলী দ্বিমুখি উচ্চ বিদ্যালয়ের সভাপতি ও নন্দীগ্রাম উপজেলা আওয়ামী যুবলীগের সহ-সভাপতি এম. আর. জামাল রাসেল, উক্ত চক্ষু শিবির ক্যাম্প উদ্ভোধনী অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন হাইস্কুলের প্রধানশিক্ষক জনাব মোঃ গোলাম মোস্তফা ও অন্যান্য শিক্ষকবৃন্দ।
“গ্রামীণ জিসি হাসপাতাল” এর নেতৃত্বে ১০ সদস্যদের একটি চিকিৎসক দল উপজেলার এক শতাধিক চক্ষু রুগীর পরীক্ষা-নিরীক্ষা করা হয়, এবং বিনামূল্যে রোগীকে ব্যাবস্থাপত্র হাতে তুলেদেন, ড.রাহয়ান রাব্বি, ক্যাম্প পরিচালনায় ছিলেন, ড.শফিউল আলম এবং চক্ষু পরীক্ষা-নিরীক্ষার দায়িত্বে ছিলেন, নার্স রুমিয়া মিমি, কাউন্সিলিং-এ অন্যান্য ডক্টর এবং নার্স রোগীর সেবায় নিয়জিত ছিলেন।