মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ-
বগুড়ায় ৫০ পিস ইয়াবাসহ আল বিরুনী শিপুল (৩০) নামে এক কথিত ফেসবুক সাংবাদিককে গ্রেফতার করেছে পুলিশ। তিনি সদর উপজেলার মথুরা গ্রামের মুজিবুর রহমানের পুত্র। গত (১০ জুন) বৃহস্পতিবার রাত আনুমানিক পৌনে ১০:০০ঘটিকার সময় শিবগঞ্জ থানা পুলিশ মহাস্থান গো-হাটির সামনে থেকে তাকে গ্রেফতার করা হয়।
শিবগঞ্জ থানা পুলিশ সূত্র জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে তারা শিপুলকে থামিয়ে তল্লাশি করে। ওই সময় তার কাছে ৫০ পিস ইয়াবাসহ পাওয়া যায়।
একপর্যায়ে সে নিজেকে সাংবাদিক পরিচয় দিয়ে পুলিশের উপর চড়াও হওয়ার চেষ্টা করে।

শিবগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সিরাজুল ইসলাম জানান, গ্রেফতার হওয়া ব্যক্তির কাছ থেকে আমরা ইয়াবা পেয়েছি। সে নিজেকে সাংবাদিক পরিচয় দিলেও তার কাছ থেকে কোন পত্রিকা বা টিভির পরিচয় পত্র আমরা পায়নি। এক সময় সে নিজেকে ফেসবুক সাংবাদিক পরিচয় দেয়।
তিনি আরও জানান তার বিরুদ্ধে প্রচলিত মাদকদ্রব্য আইনে মামলা করে আদালতে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *