মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ-
মুজিব শতবর্ষ উপলক্ষ্যে বগুড়ার ধুনট উপজেলায় ভূমিহীন ও গৃহহীন পরিবারের জন্য মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার উপহারের নবনির্মিত ১২০টি ঘর পরিদর্শন করেছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের পরিচালক-১২ এ.কে.এম মনিরুজ্জামান। গত (১২ জুন) শনিবার দুপুর ০১:০০ ঘটিকার সময় উপজেলার বিভিন্ন এলাকায় এসব ঘর পরিদর্শনকালে তিনি সুবিধাভোগীদের খোঁজ খবর নেন।
এসময় উপস্থিত ছিলেন ধুনট উপজেলা নির্বাহি কর্মকর্তা (ইউএনও) সঞ্জয় কুমার মহন্ত,ধুনট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মহসীন আলম, ধুনট পৌরসভার মেয়র এজিএম বাদশাহ্, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল আলিম, ধুনট প্রেসক্লাবের সভাপতি রফিকুল আলম, প্রভাষক সিরাজুল হক লিটন, পৌর কাউন্সিলর বাবুল আকতার, আলী আজগর মান্নান, মুঞ্জিল হোসেন ও ফোরহাদ হোসেন।
উল্লেখ্য, ধুনট উপজেলার ১০টি ইউনিয়নের গৃহহীনদের জন্য ১২০টি ঘরের নির্মাণকাজ ইতিমধ্যেই সম্পন্ন হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা ভিডিও কনফারেন্সের মাধ্যমে গৃহহীনদের ঘর গুলো প্রদান করবেন।