মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ বগুড়া জেলার পুলিশ সুপার মোঃ আলী আশরাফ ভূঞা (বিপিএম-বার) এর সার্বিক দিক নির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) আলী হায়দার চৌধুরীর তত্ত্বাবধানে,বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাকের নেতৃত্বে।
বগুড়ার মাদকবিরোধী অভিযানে ডিবি পুলিশের টিম ৫০০ গ্রাম গাঁজা সহ ১ মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবির একটি টিম গত (১০ এপ্রিল) শনিবার রাত্রি ০৮.৪৫ ঘটিকার সময় বগুড়া জেলার শেরপুর থানাধীন মির্জাপুর হইতে কাশিয়াবালা সাকিনে সেনু ব্রিকস মালিক শেরু-এর ভাটায় ঢোকার মুখে পাকা রাস্তার উপর হইতে ৫০০ (পাঁচশত) গ্রাম গাঁজাসহ আসামী ১।মোঃ জাহাঙ্গীর আলম শেখ (৩৫), পিতা মৃত গোলাম রব্বানী শেখ, সাং শাতারা, এ/পি হঠাৎপাড়া, শ্বশুর মোঃ আশরাফ সরকার, (জনৈক কামালের চাতালে বসবাস করে), থানা শেরপুর, জেলা বগুড়াকে গ্রেফতার করেছে।
বগুড়া ডিবি পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুর রাজ্জাক জানান গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে বগুড়ার শেরপুর থানায় নিয়মিত মামলা রুজুপূর্বক আসামীকে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।
সার্বিক আইন-শৃঙ্খলা রক্ষার্থে টিম ডিবি বগুড়ার অভিযান অব্যাহত থাকবে। প্রয়োজনে যোগাযোগ করুন-01320-126903