মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ-
বগুড়ার সোনাতলা উপজেলায় এক স্কুলছাত্রীকে ধর্ষণের অভিযোগে থানায় মামলা দায়ের করা হয়েছে। ঘটনার সঙ্গে জড়িত থাকার অভিযোগে ধর্ষকের মামাতো ভাইকে গ্রেফতার করে জেল হাজতে প্রেরণ করা হয়েছে।
থানা সূত্রে জানা গেছে, সোনাতলা উপজেলার পৌর এলাকার আগুনিয়াতাইড় গ্রামের মোস্তাফিজার রহমান রওফে মোস্তার ছেলে আবু মুসা মিয়ার সঙ্গে জোড়গাছা ইউনিয়নের ৯ম শ্রেণির ছাত্রীর প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। এক পর্যায়ে গত ৮ জুন রাতে মুসা তার নানা বাড়ি খোদাদিলের পাড়ায় বেড়াতে আসে। ওই দিন রাতে মুসা একই এলাকার শফিকুল ইসলামের ছেলে আল আমিনের সহযোগিতায় ওই ছাত্রীকে ডেকে নিয়ে বাড়ির পাশে পাটক্ষেতে গিয়ে ধর্ষণ করে।
এ ব্যাপারে ওই স্কুল ছাত্রীর মা বাদি হয়ে গত (১১জুন) শুক্রবার রাতে দুইজনকে আসামী করে সোনাতলা থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে। ঘটনার পর পুলিশ ওই রাতেই আল আমিন (২১) কে গ্রেফতার করে (১২জুন) শনিবার জেল হাজতে প্রেরণ করে। এদিকে ওই স্কুল ছাত্রীকে বগুড়ার শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে ডাক্তারি পরীক্ষা করানো হয়েছে।
এ বিষয়ে সোনাতলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ রেজাউল করিম রেজা জানান, এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।