মোঃ মাহিদুল হাসান (মাহি) নিজস্ব প্রতিবেদকঃ বগুড়ায় সফিউল ইসলাম পিপলু (৩৫) নামে ১ যুবককে খুন করেছে দুর্বৃত্তরা। গত (১৩ এপ্রিল) মঙ্গলবার রাত ১১:৪৫ ঘটিকার সময় শহরের মাটিডালী এলাকায় এ হত্যাকান্ডের ঘটনা ঘটে। নিহত পিপলু মাটিডালী উত্তরপাড়ার মৃত আইনুল কাজীর ছেলে। পিপলু রাজাবাজারে দোকানে কাজ করতো।
খবর পেয়ে দ্রুত ঘটনাস্থল পরিদর্শন করেছেন বগুড়া সদর সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার ফয়সাল মাহমুদ এবং সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) সেলিম রেজা।
সদর থানার ওসি সেলিম রেজা জানান, নিহতের চোখ গালে এবং বুকের বাম পাশে ছুরিকাঘাত করা হয়েছে। তবে আঘাতের ধরণ দেখে মনে হচ্ছে, পূর্ব পরিকল্পিতভাবে কে বা কাহারা এই হত্যাকান্ড ঘটিয়েছে। তিনি আরও জানান, পুলিশের একাধিক টিম ইতোমধ্যে হত্যাকারীকে গ্রেফতারের জন্য কাজ শুরু করেছে ।