নিজস্ব প্রতিবেদকঃ
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ (নতুন ভবন) বিজ্ঞান ভবনের পিছনে দুর্বৃত্তদের ছুরিকাঘাতে বিশু মিয়া (৩৩) নামের আঃ হক কলেজের সাবেক শিক্ষার্থী খুন হয়েছে। গতকাল রবিবার আনুমানিক রাত ৯টার দিকে এ খুনের ঘটনা ঘটেছে। নিহত বিশু মিয়া বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার দেউলি ইউনিয়নের পাকুড়তলা গ্রামের মৃত জাহিদুল ইসলামের ছেলে। সদর থানার ওসি (তদন্ত) আবুল কালাম আজাদ গণমাধ্যমকে জানান, নিহত বিশু মিয়া আজিজুল হক কলেজ থেকে ২০১৫/১৬ শিক্ষাবর্ষে হিসাববিজ্ঞান বিভাগ থেকে মাষ্টার্স পাশ করেন।
পারিবারিক সূত্রে জানা যায়, গতকাল রাতে নিহত বিশু মিয়া তার নিজ বাড়ী পাকুড়তলা থেকে যানবাহনযোগে কেন্দ্রীয় বাস টার্মিনালে এসে নামে এবং একটি রিকশা যোগে আঃ কলেজের উত্তর পাশে মুন হলের সামনের রাস্তায় নেমে বিজ্ঞান ভবনের পিছনের রাস্তা দিয়ে হেটে জামিলনগরে অবস্থিত তার ছাত্রাবাসে যাচ্ছিলেন।
পথমধ্যেই তিনি বিজ্ঞান ভবনের পিছনের রাস্তায় দুর্বৃত্তদের কবলে পরেন, এ সময় দুর্বৃত্তরা তাকে বুকের মাঝখানে ছুরিকাঘাত করে। আঘাতের সময় বিশুর চিৎকারে আসেপাশের লোকজন ছুটে আসলে দুর্বৃত্তরা ঘটনাস্থল ত্যাগ করে পালিয়ে যায়। অতিরিক্ত রক্তক্ষরন হওয়ায় বিশু মিয়া ঘটনাস্থলেই মারা যান। পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বিশুর লাশের পাশ থেকে দুইটি ফোন, মানিব্যাগ (যার মধ্যে ছিলো চার হাজার দুই শত টাকা) এবং বিশুর পিঠে ঝুলানো একটি স্কুল ব্যাগ উদ্ধার করে আলামত হিসাবে জব্দ করেন। পুলিশ বিশুর মোবাইলে সর্বশেষ কললিষ্টে তার বোনের নাম্বার পেয়ে, তার বোনের সঙ্গে যোগাযোগ করেন এবং তার বোন ঘটনাস্থলে পৌঁছে তার ভাই বিশুর লাশ সনাক্ত করে নিশ্চিত হন। প্রাথমিক ভাবে পুলিশ এই ঘটনাকে ছিনতাইয়ের ঘটনা হিসাবেই ধরলেও, সুস্থ তদন্ত সাপেক্ষে মূল ঘটনা উন্মোচন ও দুর্বৃত্তদের অতিদ্রুত গ্রেফতারের আশ্বাস দেন। পরবর্তীতে পুলিশ লাশটি উদ্ধার করে বগুড়ার শজিমেক হাসপাতালের মর্গে পাঠিয়ে দেন। উল্লেখ্য গত ৩রা এপ্রিল শনিবার রাতে একই এলাকায় ছুরির আঘাতে আহত হয়েছেন পুলিশে কর্মরত এক এসআই।