আকতার হোসেন ভুইয়া,নাসিরনগর(ব্রাহ্মণবাড়িয়া) সংবাদদাতা ॥ ১৯৭৫ সালের ১৫ আগষ্ট জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের সদস্যদের হত্যাকারী পলাতক খুনিদের অবিলম্বে দেশে ফিরিয়ে এনে রায় কার্যকর করার দাবিতে মানববন্ধন ও পররাষ্ট্র মন্ত্রণালয় বরাবর স্মারকলিপি প্রদান করেছে নাসিরনগর উপজেলা ছাত্রলীগ ।শোকের মাস আগষ্টে মাসব্যাপী কর্মসূচীর ধারাবাহিকতায় আজ মঙ্গলবার সকালে উপজেলা পরিষদের সামনে ঘন্টাব্যাপী মানববন্ধন অনুষ্ঠিত হয়। দলীয় নেতা-কর্মী সমর্থকদের অংশগ্রহনে মানববন্ধন সকাল ১১ টা থেকে এ মানববন্ধন কর্মসূচী পালন করা হয়। উপজেলা ছাত্রলীগ আহবায়ক নাসিরউদ্দিন রানার সভাপতিত্বে মানববন্ধন চলাকালে বক্তব্য রাখেন উপজেলা ছাত্রলীগ যুগ্ম -আহবায়ক অমর চন্দ্র ভট্রাচার্য, কুন্ডা ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি জাসদ উদ্দিন ভুইয়া,বুড়িশ্বর ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি খাইরুল ইসলাম ,কলেজ নেতা বাপ্পী,তমাল,তোফায়েল,গুনিয়াউক ইউনিয়ন সাধারণ সম্পাদক স্বপন দেবনাথ,র্গোকণ ইউনিয়ন ছাত্রলীগ সাংগঠনিক সম্পাদক আসকির মিয়া,সদর ইউনিয়ন ছাত্রলীগ যুগ্ম- আহবায়ক আবদুর রাজ্জাক প্রমূখ। মানববন্ধনে বক্তারা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও তাঁর পরিবারের পলাতক খুনিদের দেশে ফিরিয়ে এনে দ্রুত রায় কার্যকর করার দাবি জানান। পরে উপজেলা নিবার্হী কর্মকর্তার কাছে একটি স্মারকলিপি প্রদান করা হয়। এসময় ছাত্রলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।