শেখ সাইফুল ইসলাম কবির:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ভাস্কর্য কুষ্টিয়ায়ভাঙার প্রতিবাদে বাগেরহাটের মোরেলগঞ্জে মানববন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্ঠিত হয়েছে।

আজ বৃহস্পতিবার বেলা ২টায় উপজেলা পরিষদ চত্বরে অনুষ্ঠিত এ কর্মসূচিতে স্থানীয় সংসদ সদস্য অ্যাডভোকেট আমিরুল আলম মিলন অংশগ্রহণ করেন।
এছাড়াও উপজেলা পরিষদ আয়োজিত মানববন্ধনে উপজেলা চেয়ারম্যান অ্যাডভোকেট শাহ্-ই-আলম বাচ্চু, উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. দেলোয়ার হোসেন, ভাইস চেয়ারম্যান মোজাম্মল হক, মহিলা ভাইস চেয়ারম্যান ফাহিমা খানম পুতুল, সকল সরকারি কর্মকর্তা ও ইউনিয়ন চেয়ারম্যানগন অংশগ্রহণ করেন।

মানববন্ধনে জাতির পিতার ভাস্কর্যে হামলাকারীদের দৃষ্টান্তমূলক বিচার দাবি ও সারা দেশে মৌলবাদ, সন্ত্রাস বিরোধী সচেতনতামূলক কর্মসূচি গ্রহণের দাবি জানানো হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন