লালমনিরহাট প্রতিনিধিঃ
লালমনিরহাটের আদিতমারী উপজেলায় ১৭ মার্চ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান এঁর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবসে শ্রদ্ধা নিবেদনের ফুল পাহারা দিতে জুতা পায়ে আনসার বসিয়েছেন ইউএনও।
রোববার (১৭মার্চ) বিকালে আদিতমারী উপজেলা পরিষদ ক্যাম্পাসের সামনে বঙ্গবন্ধুর ম্যুরালে শ্রদ্ধাঞ্জলির ফুল পাহারা দিতে আনসার নিয়োগ করেন উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) নুর ই আলম সিদ্দিকি।
এসময় ওই আনসার সদস্য বঙ্গবন্ধুর মূল ম্যুরালের জুতা পায়ে বসে মোবাইল ফোনে উচ্চস্বরে গান শুনছিলেন। জুতাপায়ে বঙ্গবন্ধুর ম্যুরালে ওঠার কারণ তিনি জানাতে পারেন নি। এবিষয়ে ইউএনও নূর ই আলম সিদ্দিকি কোনো নির্দেশনা জানায়নি বলেও তিনি জানান।
লালমনিরহাট আনসার ব্যাটালিয়নের সার্কেল এ্যাডজুট্যান্ট টিটন মিয়া বলেন, আমাদের দায়িত্ব পালন কালে কোনো ভাবেই জুতা পায়ে উঠতে পারবোনা। জুতা পায়ে ওঠার কোনো সুযোগ নেই।এ ব্যাপারে আনসার সদস্যরা প্রশিক্ষণ পায়।
আমাদের লোকদের যারা যখন যেখানে ডিউটিতে থাকেন, বিশেষ করে ইউএনওদের সাথে থাকেন, তখন তাদেরকে একটু মনে করিয়ে দিতে হয়।
ইউএনও নূর ই আলম সিদ্দিকি বলেন, ‘জুতা পায়ে ফুল পাহারা দেয়ার কথা শোনে আমি তাৎক্ষণিক খবর পাঠিয়ে নিষেধ করেছি। ওই আনসার সদস্য ভূল স্বীকার করে ক্ষমা চেয়েছে।