মো: নাজমুল হুদা মানিক \ বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর ৫টি স্থানে একযোগে অনুষ্ঠিত হলো বিজয় পতাকা মিছিল উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান। ৩১ মার্চ বিকাল ৩টা থেকে ৪টা পর্যন্ত ময়মনসিংহ নগরীতে  ব্যাতিক্রমধর্মী এ পতাকা মিছিল উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশন করা হয়। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা অ্যাডভোকেট মো: মোয়াজ্জেম হোসেন বাবুলের সার্বিক পরিচালনায় নগরীর টাউনহল প্রাঙ্গন, নতুন বাজার, শহীদ ফিরোজ জাহাঙ্গীর চত্বর, রেলওয়ে  কৃষ্ণচুড়া চত্বর, পাটগুদাম ব্রীজ মোড়ে ময়মনসিংহের আপাময় জনতার অংশ গ্রহনে এই ভিন্ন আমেজের অনুষ্ঠানমালা সাজানো হয়। এর অংশ হিসাবে ময়মনসিংহ নগরীর টাউন হল প্রাঙ্গনে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ মহানগর এর সাধারন সম্পাদক ও জেলা আওয়ামী যুবলীগের যুগ্ম আহবায়ক শাহ শওকত ওসমান লিটনের সভাপতিত্বে ও কাজী মিল্টনের পরিচালনায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন সংস্কৃতি প্রতিমন্ত্রী কে এম খালিদ বাবু এম পি। এ সময় ময়মনসিংহ জেলা পরিষদ চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক ইউসুফ খান পাঠান, জেলা আওয়ামীলীগের সহসভাপতি পীযুষ কান্তি সরকার, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুছ, শওকত জাহান মুকুল, সাংগঠনিক সম্পাদক কৃষিবিদ ড.সামিউল আলম লিটন, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক  মিরন চৌধুরী প্রমুখ উপস্থিত ছিলেন। জেলা যুবলীগ সদস্য ইমরান জামান বাবু ও জেলা স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক সুমন তাজের নেতৃত্বে বিশাল বিজয় পতাকা মিছিল নগরী পদক্ষিন করে আলোচনা সভায় অংম গ্রহন করে। এসময় আওয়ামী লীগ, যুবলীগ ও ছাত্র লীগের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখা আয়োজিত মহান বিজয়ের মাসে ৩১ ডিসেম্বর অনুষ্ঠিত বর্ণাঢ্য ‘বিজয় পতাকা’ মুক্তিযোদ্ধা জনতার সমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপূর্ত ও গৃহায়ণ মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী জননেতা শরীফ আহমেদ এমপি। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক শওকত জাহান মুকুল, দপ্তর সম্পাদক অধ্যক্ষ আবু সাঈদ দ্বীন ইসলাম ফখরুল, বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক শিব্বির আহমেদ চৌধুরী মিরন, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মোস্তাফিজুর বাসার ভাসানী, ময়মনসিংহ সদর উপজেলার সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আবুল কালাম আজাদ, সেক্টর কমান্ডারস ফোরাম ময়মনসিংহ জেলা শাখার সভাপতি বীর মুক্তিযোদ্ধা সৈয়দ রফিকুজ্জামান, জেলা যুবলীগের যুগ্ম আহ্বায়ক শাহরিয়ার মোহাম্মদ রাহাত খান, জেলা স্বেচ্ছাসেবক লীগ সভাপতি অ্যাডভোকেট এবিএম নুরুজ্জামান খোকন, সাধারণ সম্পাদক উত্তম চক্রবর্তী রকেট, মহানগর স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম আহ্বায়ক আব্দুল আউয়াল মিন্টু সহ আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ এবং মুক্তিযোদ্ধা নেতৃবৃন্দ। অনুষ্ঠানে  সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা মুক্তিযোদ্ধা কমান্ডের সাবেক কমান্ডার বীর মুক্তিযোদ্ধা আব্দুর রব ও  সঞ্চালনায় ছিলেন মুক্তিযোদ্ধা সংসদ সন্তান কমান্ড, বীর মুক্তিযোদ্ধার সন্তান ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক ফরহাদ আলম খান সোহেল। পরে সমাবেশ শেষে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার উদ্যোগে নগরীর নতুন বাজার মোড়ে ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি নুরজাহান মিতু এর সভাপতিত্বে ও মহানগর মহিলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট রাশেদা তাহমিনা প্রীতির পরিচালনায় আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন ময়মনসিংহের রাজ পথের অগ্নিকন্যা মনিরা সুলতানা মনি এমপি। মনিরা সুলতানা মনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে গনতন্ত্রের জয় হয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে বাংলাদেশ আজ বিশ্বের বুকে উন্নয়নের রোল মডেল। উন্নয়নের অগ্রযাত্রা নস্যাত  করতে পরাজিত শক্তি বঙ্গবন্ধুর ভাষ্কর্য নিয়ে ষড়যন্ত্রে লিপ্ত রয়েছে। বঙ্গবন্ধুর স্বপ্নের সোনার বাংলা গড়তে আমরা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে রাজপথে থেকে ষড়যন্ত্র প্রতিহত করব।  উল্লেখ্য বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সহসভাপতি অধ্যাপক দিলরুবা সারমীন এর সভাপতিত্বে আলোচনা সভা অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও উনার আত্মীয় ইন্তেকাল করায় সভাপতিত্ব করেন জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নুরজাহান মিতু। ৯০ এর স্বৈরাচার বিরোধী আন্দোলন থেকে শুরু করে স্বৈরাচার ও বি এন পি জোট সরকার বিরোধী আন্দোলনে যে কয়জন ছাত্র লীগের মহিলা কর্মী আন্দোলনে অংশ গ্রহন করেছেন তাদের  মধ্যে  অন্যতম মনিরা সুলতানা মনি এম পি ও রাশেদা তাহমিনা প্রীতি। জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর বিজয় পতাকা মিছিলে  আজ একই মঞ্চে রাশেদা তাহমিনা প্রীতির পরিচালনায় মনিরা সুলতানা মনি এম পি উপস্থিত হয়ে অতীতের স্মৃতি তুলে ধরেন। সুন্দর ও সাবলীল পরিচালনার মাধ্যেমে বিজয় পতাকা মঞ্চ মাতিয়ে রাখেন ছাত্র লীগের সাবেক এই নেত্রী। এ সময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সহসভাপতি অ্যাডভোকেট সাদেক খান মিল্কী টজু, যুগ্ম সাধারণ সম্পাদক এম এ কুদ্দুস, শওকত জাহান মুকুল, মহানগর মহিলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য আনোয়ারা খাতুন, ময়মনসিংহ জেলা মহিলা আওয়ামী লীগের সহসভাপতি নাহিদা ইকবাল, সাধারণ সম্পাদক কবি সেলিনা রশিদ, জেলা আওয়ামী লীগের সদস্য লুৎফুন্নাহার লাকী, মহিলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক স্বপ্না খন্দকার, যুব মহিলা লীগ নেত্রী মার্জিয়া সুলতানা হাসি, মাহমুদ হোসেন মলি, শারমীন আক্তার লাকী, মুক্তিযোদ্ধা সন্তান সংসদ এর যুগ্ম সদস্য সচিব ও  বঙ্গবন্ধু শিশু একাডেমি মহানগর  শাখার সিনিয়র সহ সভাপতি নীহারিকা পারভীন ইভা প্রমুখ। এ সময় মহানগর মহিলা আওয়ামী লীগের সহ সভাপতি নাজমা আজাদ, যুগ্ন সম্পাদক মীর সালমা সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বঙ্গবন্ধু জেলা কমিটির উপদেষ্টা প্রদীপ ভৌমিকের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন জনতা ব্যাংকের সাবেক ডিজিএম একে এম কামরুজ্জামান। বঙ্গবন্ধু শিশু একাডেমী ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি শরিফুল ইসলাম সরকারের পরিচালনায় বক্তব্য রাখেন ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট পীযুষ কান্তি সরকার, যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ, জেলা আওয়ামীলীগের সম্মানিত সদস্য বিশিষ্ট শিল্পপতি আলহাজ্ব এম এ ওয়াহেদ, ত্রিশাল উপজেলা আওয়ামীলীগের নেতা আলহাজ্ব ইকবাল হোসেন, জনতা ব্যাংক অফিসার পরিষদের নেতা প্রদীপ কুমার রায়, বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সাধারন সম্পাদক কবি মাহমুদ আল মামুন প্রমুখ। পরে সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়। বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা ও মহানগর শাখার উদ্যোগে বরাবরের ন্যায় এবার আর “বিজয় পতাকা” মিছিল না করে সীমিত আকারে করা হয় “বিজয় পতাকা উৎসব”। নগরের গুরুত্বপূর্ন ৫টি স্থানে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। স্বাস্থ্যবিধি মেনে সীমিত আকারে অনুষ্ঠিত হয় এই অনুষ্ঠান। রেলওয়ে কৃষ্ণচুড়া চত্বরের অনুষ্ঠানে জেলা শ্রমিকলীগ নেতা রাকিবুল ইসলাম শাহীনের  সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন মহানগর আওয়ামী লীগের সংগ্রামী সভাপতি আলহাজ্ব এহতেশামুল আলম। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন জেলা আওয়ামীলীগের সহসভাপতি অ্যাডভোকেট ফরিদ আহমেদ, বিজ্ঞান ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক আবুল কালাম রাসেল, জেলা আওয়ামীলীগ নেত্রী লুৎফুন নাহার লাকী, আওয়ামীলীগ নেতা ও জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশত বার্ষিকী উদযাপন পরিষদের আহবায়ক ড. সিরাজুল ইসলাম, জাতীয় শ্রমিকলীগ ময়মনসিংহ জেলা শাখার সাংগঠনিক সম্পাদক জামাল আহমেদ সহ নেতৃবৃন্দ। অনুষ্ঠানের শেষ পর্যায়ে বাউল ও লোক গীতি গেয়ে শোনান স্থানীয় বাউল শিল্পী বৃন্দ। মহিলা মঞ্চের সমাবেশে ফুলবাড়ীয়া যুব মহিলালীগ নেত্রী সংগীতা রানী সাহা‘র দৃষ্টিনন্দন জাতীয় পতাকা মিছিল। নতুন বাজারের মহিলা সমাবেশে জেলা আওয়ামী লীগের সম্মানিত সদস্য অ্যাডভোকেট ইমদাদুল হক সেলিম ও তাঁর সহধর্মীনী বিলকিস পারভিনের নেতৃত্বে ফুলবাড়িয়া যুব মহিলালীগের নেত্রী সংগীতা রাণী সাহা‘র উদ্যোগে লাল সবুজের পতাক সম্মিলিত একটি দৃষ্টিনন্দন জাতীয় পতাকা মিছিল অনুষ্ঠানে জমায়েত হয়। যুবলীগ ফুলবাড়িয়া শাখার সিনিয়র যুগ্ন আহ্বায়ক মুন্জুরুল হক রাসেল, সেচ্ছাসেবকলীগ সিনিয়র যুগ্ন আহ্বায়ক জাহাঙ্গীর আলম, যুবলীগ সদস্য এম এ ছোটন সাজ্জাদ হোসেন রাসেল এর সহায়তায় বাংলাদেশ যুবমহিলা লীগ ফুলবাড়িয়া উপজেলা শাখার সদস্য আন্জু আরা খাতুন, মুক্তা খানম, শাহানাজ পারভিন, শীলা রানী দাস, কমলা খাতুন, মিনারা খাতুন, রাশিদা খাতুন, নুরজাহান আক্তার, আক্তারা খাতুন সহ অনেকেই অংশ গ্রহন করেন। সৌন্দরয্য মন্ডিত সুশৃংখল এই মিছিল দেখে হাজার হাজার পথচারী মুগ্ধ ও মোহিত হয়।  মহিলা মঞ্চের সমাবেশে যুব মহিলালীগ নেত্রী মার্জিয়া সুলতানা হাসির উদ্যোগে বিশাল মিছিল ।  জেলা যুব মহিলা লীগ নেত্রী ও নান্দাইল যুব মহিলা লীগের আহবায়ক মার্জিয়া সুলতানা হাসি এর নেতৃত্বে ৫/৬ শত মহিলার একটি বিশাল মিছিল নগরীর আমপট্টি, আঠারোবাড়ী বিল্ডিং, হরিশংকর রায় রোড, নতুন বাজার প্রদক্ষিন করে মহিলা মঞ্চের অনুষ্ঠানে অংশ গ্রহন করে। বাংলাদেশ আওয়ামী যুব মহিলালীগের কেন্দ্রীয় কমিটির সাধারন সম্পাদক সাবেক এমপি অধ্যাপক অপু উকিল এর উৎসাহ উদ্দীপনায় ও বঙ্গবন্ধু পরিষদ ময়মনসিংহ জেলা শাখার সভাপতি ও ময়মনসিংহ জেলা আওয়ামীলীগের সংগ্রামী সাধারন সম্পাদক জননেতা অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল এর অনুপ্রেরনায় ও বঙ্গবন্ধু পরিষদ জেলা শাখার সহসভাপতি ও জেলা মহিলা আওয়ামীলীগের সহসভাপতি অধ্যাপিকা দিলরুবা সারমীন এর আহবানে ৩১ ডিসেম্বর যুব মহিলালীগ নেত্রী মার্জিয়া সুলতানা হাসি বিশাল মহিলা মিছিলের আয়োজন করেন। এ সময় শ্লোগানে ম্লোগানে মুখরিত হয়ে যায় নতুন বাজার নারী মঞ্চ। জাতীয় পতাকা মিছিলের মঞ্চ প্রাঙ্গন মহিলা আওয়ামী লীগ ও যুব মহিলা আওয়ামীলীগের নেতাকর্মীদের মিলন মেলায় পরিনত হয়। জাতীয় সংসদ সদস্য ও জেলা আওয়ামীলীগ নেত্রী মনিরা সুলতানা মনি ও জেলা আওয়ামীলীগের যুগ্ন সাধারন সম্পাদক এম এ কুদ্দুছ সহ উপস্থিত নেতৃবৃন্দ জেলা যুব মহিলা লীগের নেত্রী মার্জিয়া সুলতানা হাসি‘র নেতৃত্বে অনুষ্ঠিত বিশাল মিছিলের ভুয়সী প্রশংসা করেন। পাশাপাশি বিশাল মহিলা কমর্ীদের একত্রিক করার জন্য যুব মহিলালীগ নেত্রী হাসিকে ধন্যবাদ জানান। জাতির জনকের আদর্শে অনুপ্রানিত হয়ে আওয়ামীলীগ সভাপতি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার ডিজিটাল বাংলাদেশ বাস্তবায়নে মার্জিয়া সুলতানা হাসিকে এগিয়ে যাওয়ার জন্যও আশাবাদ ব্যাক্ত করেন। 
আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল
এন্ড কলেজে বই বিতরন
মো: নাজমুল হুদা মানিক \ নতুন বছরের প্রথম দিনেই  নতুন বই তুলে দেওয়া হলো আইডিয়াল ইন্টারন্যাশনাল স্কুল এন্ড কলেজ এর শিক্ষার্থীদের অভিভাবকদের কাছে। ইনশাল্লাহ, মহান আল্লাহর অশেষ কৃপায় অচিরেই  করোনার ভয়কে জয় করে শিক্ষার্থীরা ফিরবে ক্যাম্পাসে। মুখরিত হবে শিক্ষাঙ্গন। এই প্রাত্যাশা শিক্ষক, অভিভাবক ও ছাত্রছাত্রীদের সকলের।

 
 
 
 
 
 
 
 
 
 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *