(বড়াইগ্রাম নাটোর প্রতিনিধি)
বড়াইগ্রামে হিন্দু ধর্মাবলম্বীদের শারদীয়া দুর্গাপূজা নির্বিঘ্নে উদযাপনের লক্ষ্যে নাটোর জেলা পুলিশের উদ্যোগে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
রবিবারে (৬ অক্টোবর) দুপুরে বড়াইগ্রাম থানা চত্বরে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, নাটোরের পুলিশ সুপার মো. মারুফাত হুসাইন।
এসময় বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. সিরাজুল ইসলাম এর সভাপতিত্বে এবং পুলিশ পরিদর্শক (তদন্ত) মো. মাহাবুব হোসেন এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার মাহমুদা শারমিন নেলী, উপজেলা বিএনপির আহবায়ক এ্যাড. আব্দুল কাদের, নাটোর জেলা জামায়াতের সাধারণ সম্পাদক মাওলানা আব্দুল হাকিম, বনপাড়া পৌর বিএনপি’র আহ্বায়ক সহ- অধ্যাপক লুৎফর রহমান, উপজেলা পুজা উদযাপন কমিটির সভাপতি অধ্যাপক গোপাল কুমার দাস, সাধারণ সম্পাদক অধ্যাপক গনেশ চন্দ্র মন্ডল, উপজেলা ছাত্র সমন্বয়ক মোঃ হাফিজুল ইসলাম সহ পূজা উদযাপন কমিটির সদস্য বৃন্দ ও অন্যান্য নেতা কর্মীরা। আসন্ন দুর্গাপূজায় উপজেলার মোট ৪৭ টি পূজা মন্ডপে নিরাপত্তা নিশ্চিত করতে জেলা পুলিশ-কর্তৃক গৃহীত নিরাপত্তা পরিকল্পনা ও আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ে উপস্থিত পুজা উদযাপন কমিটির নেতৃবৃন্দদের অবহিত করা হয়। দূর্গোৎসবে কোনো প্রকার অপ্রীতিকর ঘটনা ছাড়াই উৎসবমুখর পরিবেশে উদযাপিত হবে বলে সকলকে আশ্বস্ত করেন বক্তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *