filter: 0; fileterIntensity: 0.0; filterMask: 0; captureOrientation: 0; algolist: 0; multi-frame: 1; brp_mask:0; brp_del_th:null; brp_del_sen:null; delta:null; module: photo;hw-remosaic: false;touch: (-1.0, -1.0);sceneMode: 8;cct_value: 0;AI_Scene: (-1, -1);aec_lux: 0.0;aec_lux_index: 0;albedo: ;confidence: ;motionLevel: -1;weatherinfo: weather?null, icon:null, weatherInfo:100;temperature: 41;

বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রাম উপজেলার বনপাড়া পৌরসভার একটি রাস্তা নির্মাণ কাজের উদ্বোধন করা হয়েছে। রবিবার (২ ফেব্রুয়ারি) সকালে বনপাড়া পৌরস্থ ৩নং ওয়ার্ড সর্দারপাড়ার সানাউল্লাহ নূর বাবু রোড থেকে উপজেলা সাব-গেট পর্যন্ত এ কাজের উদ্বোধন করেন, উপজেলা নির্বাহী অফিসার লাইলা জান্নাতুল ফেরদৌস। বনপাড়া পৌরসভার অর্থায়নে দুইশত বায়াত্তর মিটার আরসিসি এই রাস্তায় অনুমোদিত ব্যয় ধরা হয়েছে বিশ লক্ষ ছত্রিশ হাজার চারশত ঊনত্রিশ টাকা।
এ সময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা সহকারি কমিশনার (ভূমি) ও বনপাড়া পৌর প্রশাসক মোঃ আশরাফুল ইসলাম, বনপাড়া পৌর নির্বাহী প্রকৌশলী মোঃ আতাউর রহমান, উপ-সহকারী প্রকৌশলী রিপন কুমার শীল, সাবেক উপজেলা পরিষদ চেয়ারম্যান সানাউল্লাহ নূর বাবু এর সহধর্মিনী ও জেলা বিএনপির সাবেক সদস্য মহুয়া নূর কচি, পৌর বিএনপি’র সাবেক সদস্য সচিব সরদার রফিক উদ্দিন, বনপাড়া পৌর’র ৩ নং ওয়ার্ড বিএনপির সভাপতি সাহাবুল আলম, পৌর যুবদল সভাপতি মিজানুর রহমান, যুবনেতা হুমায়ুন আহমেদ, জাহাঙ্গীর আলম প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *