বড়াইগ্রাম (নাটোর) প্রতিনিধি:
নাটোরের বড়াইগ্রামে সরকার বিরোধী লিফলেট বিতরণ কালে উপজেলার ৪ নং নগর ইউনিয়ন ছাত্রলীগ নেতা শাহরিয়ার হোসেন কে পুলিশে সোপর্দ করেছে স্থানীয় জনতা।
রবিবার (০২ ফেব্রুয়ারি) দুপুরে ধানায়দহ ও কয়েন বাজার এলাকায়
বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে বর্তমান সরকার লিফলেট বিতরণের সময় স্থানীয়গন তাকে অবরুদ্ধ করে, এ সময় ওই ছাত্রলীগ নেতার কাছে একটি দেশীয় অস্ত্র পাওয়া গেলে পুলিশে খবর দেয় , পরে পুলিশ ঘটনাস্থলে এসে তাকে আটক করে।
এ বিষয়ে ঘটনা সত্যতা নিশ্চিত করে বড়াইগ্রাম থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ সিরাজুল ইসলাম জানান, জনগণের ফোন পেয়ে ঘটনাস্থলে গিয়ে ছাত্রলীগের একজন নেতাকে আটক করা হয়েছে, তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।