মো: মাহিদুল হাসান মাহি নিজস্ব প্রতিবেদক :
বগুড়া জেলার সারিয়াকান্দিতে দিনমজুর বন্ধুর ১৩ বছরের মাদ্রাসাপড়ুয়া মেয়েকে অপহরণ করে ধর্ষণের অভিযোগ উঠেছে আব্দুর রহমান লোকমানের বিরুদ্ধে। দুই সন্তানের জনক লোকমান কামালপুর ইউনিয়নের চমকাদহ গ্রামের অফের আলীর ছেলে। গত (১৬ এপ্রিল) শুক্রবার দিবাগত রাতে নন্দীগ্রাম থানার ভাটগ্রাম ইউনিয়নের কালিশ গ্রামে অভিযান চালিয়ে ভিকটিমকে উদ্ধার এবং আসামি আব্দুর রহমান লোকমানকে গ্রেফতার করেছে পুলিশ।
জানা গেছে, আব্দুর রহমান লোকমান একই গ্রামের তার এক ঘনিষ্ঠ দিনমজুর বন্ধুর মেয়ে একটি দাখিল মাদ্রাসার ৭ম শ্রেণির ছাত্রীর সাথে বেশ কিছুদিন হলে প্রেমের সম্পর্ক গড়ে তুলে। এরই সূত্র ধরে গত (২৬ মার্চ২০২১ইং) রাতে মেয়েটিকে ফুসলিয়ে অপহরণ করে বিভিন্ন জায়গায় নিয়ে গিয়ে ধর্ষণ করে বলে অভিযোগ করা হয়। এব্যাপারে মেয়ের মা বাদী হয়ে গত (১৬ এপ্রিল) শুক্রবার সারিয়াকান্দি থানায় একটি ধর্ষণ মামলা দায়ের করে।
সারিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) মিজানুর রহমান জানান, ভিকটিমকে ডাক্তারি পরীক্ষার জন্য বগুড়া শহিদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত আসামিকে আজ (১৭এপ্রিল) শনিবার বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলহাজতে প্রেরণ করা হয়েছে।