কলমে – মোল্লা হারুন উর রশীদ।
এই গ্রুহে বন্ধুত্বের বিশ্বাসকে পুঁজি করে
অনেক অনাকাঙ্খিত ঘটনা ঘটছে।
বন্ধুত্বের আঘাতের বেমারে
অনেকে নিজের মান সন্মান
অর্থ, শর্ত,সতিত্ব, সবেই খুইয়েছে।
বন্ধুত্বের মধ্যে মনের মিল না থাকলে
বন্ধুত্ব করা কখনই সমুচিন নয়।
পেশা ভেদে বা স্ব- পেশায় বন্ধু অনেকে হতে পারে আসলেই সবাই বন্ধু হতে পারে না।
তাই প্রকৃত বন্ধু খুঁজুন
প্রকৃত বন্ধু মনে না ধরলে সরে পড়ুন।
এই গ্রহের মানুষ আছে ঠিকই
কিন্তু, ভালো মানুষ কই খুঁজে পেলুম।
জন্ম হতে আজোবদি মনের জন্য আর একটি মন কই পেলুম।
আহারের সন্ধানে পশু পাখি ছুটে
আহারের সন্ধানে মানুষ ও ছুটে
পশু যেমন, কিছু বুঝে না
মানুষও কিছু আছে, কিছু বুঝেনা।
সম্পর্ক, ভালোবাসা, আবেক, তাদের আসেনা।
গুলেমালে সবাই হায়েনা।
অবক্ষয়ের অবয়বে
নীলময় ভুবনে।
রিক্ত মনে সিক্ত হৃদয়ে
ত্রিভুবনে মানুষ চলছে ক্ষণে ক্ষণে।
ভিক্ষুক চলে ভিক্ষা করে
তারা চলে মানুষের দুয়ারে।
চোর চুরি করে
রাতের অন্ধকারে।
মানুষ হয়ে মানুষকে জীবন্ত মারে।
লিখে গেলাম পংক্তিমালা
লিখে গেলাম আমার লেখা।
মানুষ চলে স্বার্থে।
মানুষ ইচ্ছা করলেই ডানা মেলে উড়তে পারেনা পাখিরা ইচ্ছা করলে ডানা মেলে উঠতে পারে।
পাখিরা আহাদের সন্ধানে ছুই মারে
মানুষও আহারের জন্য অপরকে ছুরি মারে। ভেদাভেতে এতোটুকু।
ওরা পাখি
আমরা মানুষ!
কিসের ব্যবধান
আমি নিজেই
মেলাতে পারলাম না এর সমাধান।