তালুকদার মোঃ মাস্উদ বরগুনা জেলা সংবাদদাতাঃ
সমবায়ে গড়ছি দেশ- স্মার্ট হবে বাংলাদেশ এই স্লোগান কে সামনে রেখে বরগুনায় জাতীয় সমবায় দিবস পালিত -২০২৩ হয়েছে।
শনিবার (৪ নভেম্বর) সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয় থেকে একটি রেলী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা গ্রহন্থগারের সামনে শেষ হয়।
জেলা প্রশাসন ও সমবায় বিভাগের আয়োজনে রেলি শেষে জাতীয় পতাকা উত্তোলন ও আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
সমবায় ব্যাংকের সভাপতি বীরমুক্তিযোদ্ধা আলহাজজ্ব আঃ রশিদ এর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম,বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক ফয়সাল আহম্মেদ, অতিরিক্ত পুলিশ সুপার মোঃ জহুরুল ইসলাম, উপজেলা চেয়ারম্যান মোঃ মনিরুল ইসলাম, বীরমুক্তিযোদ্ধা আঃ মোতালেব মৃধা, জাগোনারীর প্রধান নির্বাহী হোসনে আরা হাসি, মহিলা সংস্থার সভাপতি হোসনেয়ারা চাম্পা, সিনিয়র সংবাদিক সনজিব দাস,জাকির হোসেন মিরাজ, জেলা প্রেসক্লাবের সভাপতি তালুকদার মো মাস্উদ প্রমুখ।
সভায় জেলা সমবায় কর্মকর্তা বলেন দেশকে উন্নতির সিকরে পৌঁছাইতে হলে সমবায়ের বিকল্প নাই। এতে সমবায় নিবন্ধিত সমিতির সদস্যরা অংশ নেয়।