মোঃখলিলুর রহমান
বিশেষ প্রতিনিধি : ‘‘’জাটকা ইলিশ ধরবো না, দেশের ক্ষতি করবো না’’ এ শ্লোগানে বরগুনার সকল জেলেকে সাথে নিয়ে জাটক সংরক্ষন সপ্তাহ ২০১৭ এর উদ্বোধন করেছেন বাংলাদেশ সরকারের মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রনালয়ের মন্ত্রী মোহাম্মদ ছায়েদুল হক।
বুধবার (১৫ মার্চ) দুপুর ১টায় বাংলাদেশ মৎস্য অধিদপ্তরের আয়োজিত অনুষ্ঠানে বরগুনার আমতলী সরকারী কলেজ মাঠে জাটকা সংরক্ষন সপ্তাহের উদ্বোধন করেন তিনি।
মৎস্য ও প্রানীসম্পদ মন্ত্রনালয়ের সচিব মো. মাকসুদুল হাসান খানের সভাপতিত্বে, আয়োজিত অনুষ্ঠানে অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন বরগুনা-১ আসনের সংসদ সদস্য ও দুর্যোগ ব্যবস্থানা ও ত্রাণ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য অ্যাডভোকেট ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, মৎস্য অধিদপ্তরের মাহপরিচালক সৈয়দ আরিফ আজাদ, বরগুনার জেলা পরিষদের চেয়ারম্যান মো. দেলোয়ার হোসেন, বরগুনার জেলা প্রশাসক ড. মহা. বশিরুল আলম, পুলিশ সুপার বিজয় বসাক সহ নৌ-পুলিশ ও কোস্ট গার্ডের উধ্বর্তন কর্মকর্তারা উপস্থিত রয়েছেন।