বিশেষ প্রতিনিধি:
দরবার শরীফে জুমার নামাজ আদায় করে মটর সাইকেলে বাড়ী ফেরার পথে সড়ক দুর্ঘনায় এক এসএসসি পরীক্ষার্থী নিহত ও অপর দুই এসএসসি পরীক্ষার্থী আহত হয়েছে। এ ঘটনাটি ঘটেছে শুক্রবার বেলা দুইটার দিকে বরগুনা সদর উপজেলার কেওড়াবুনিয়া ইউনিয়নে কোটবাড়ীয়া নামক স্থানে। নিহত পরীক্ষার্থী বাড়ী সদর উপজেলার আয়লাপাতাকাটা ইউনিয়নে গাবতলী গ্রামের নিজাম উদ্দিনের ছেলে নাজমুল। আহত পরীক্ষার্থীরা হলো একই গ্রামের হামেদ শরীফের ছেলে ইমরান ও পাকুরগাছিয়া গ্রামের দুলাল খলিফার ছেলে রাসেল। এরা লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয়ের ছাত্র। বৃহস্পতিবার বাংলা প্রথম বিষয় পরীক্ষা দিয়েছে।
লেমুয়া পিকে মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক হুমায়ূন কবীর জানান, নিহত এবং আহত এসএসসি পরীক্ষার্থীরা বিজ্ঞান বিভাগে বৃহস্পতিবার বাংলা বিষয় এসএসসি পরীক্ষা দিয়েছে। শুক্রবার কেওড়াবুনিয়া ইউনিয়নে আজম দরবার শরীফে জুমার নামাজ আদায় করে একটি ভাড়াটিয়া মটর সাইকেল নিয়ে বাড়ীতে রওয়ানা হয়। পথিমধ্যে কোটবাড়ীয়া মাদ্রাসার সামনে মটর সাইকেল একটি বাক ঘুরতে গিয়ে নিয়ন্ত্রন হারিয়ে গাছের সঙ্গে ধাক্কা লেগে ঘটনাস্থলে নাজমুল মারা যায়। অপর দুই জন মারাত্মক আহত হয়। তাদেরকে বরগুনা জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। বরগুনা থানার ওসি মো. রিয়াজ হোসেন বলেন, এ ব্যাপারে একটি অপমৃত্যু মামলা করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *