ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠি নলছিটির মগড় ইউনিয়নের শ্রীরামপুর গ্রামের মোঃ খবির উদ্দিন হাওলাদার’র বাড়ীর মোঃ মালেক হাওলাদার’র পরিবারের দুই জন নিহত এবং তিন জন গুরুতর আহত হয়েছেন।নিহতরা হলেন মালেক হাওলাদার’র স্ত্রী, পুত্র মোঃ শিপন হাওলাদার । এলাকাবাসী সূত্রে জানাযায়,১৯অক্টোবর শনিবার বেলা ১২টার দিকে শিপন হাওলাদার তার মায়ের চক্ষু অপারেশনের জন্য পরিবারের সদস্যদের সহ নিজ চালিত মাহিন্দ্রা নিয়ে বরিশালা যাওয়ার পথে এ্যাংকার সিমেন্টের কার্গো(ট্রাক’র)সাথে বরিশালের সাগরদী নামক স্থানে মুখোমুখি সংঘর্ষ হলে ঘটনাস্থলেই দু’জন মারা যায়।আহতদের উদ্ধার করে শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।