ঝালকাঠী প্রতিনিধিঃ
নলছিটি উপজেলার কাঠেরঘর মীরা বাড়ির সম্মুখে আজ দুপুর সাড়ে ১২ টার দিকে ২ টি বাস ও একটি পিকআপের মুখিমুখি সংঘর্ষের খবর পাওয়া গেছে।
বিপরীত দিক থেকে আসা বাস ও পিকআপ মুখামুখি সংঘর্ষে বাস ও পিকআপ রাস্তার পার্শ্ববর্তী খাদে পরে যায়। এতে বেশ কিছু সংখ্যক বাস যাত্রী আহত হয়েছে বলে জানাগেছে। দূর্ঘটনায় আহতদের উন্নত চিকিৎসারর জন্য শেবাচিম হসপিটালে প্রেরণ করা হয়ছে।
সংঘর্ষের খবর পেয়ে নলছিটি থানার এস এই মহিউদ্দিন শেখ ও এস আই আসরাফ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধার করে হসপিটালে পাঠিয়েছেন বলে এস আই আসরাফ জানিয়েছেন।