মোহাম্মাদ মানিক হোসেন চিরিরবন্দর(দিনাজপুর) প্রতিনিধি:
জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকীতে স্বদেশ প্রত্যাবর্তন দিবস উপলক্ষে দিনাজপুরের চিরিরবন্দরে বর্ণাঢ্য শোভাযাত্রা, স্থিরচিত্র প্রদর্শন ও আলোচনাসভা অনুষ্ঠিত হয়েছে।
গতকাল শনিবার সকালে চিরিরবন্দর উপজেলা প্রশাসনের উদ্যোগে এসব কর্মসূচি পালিত হয়। এ উপলক্ষে সকাল ১০টায় চিরিরবন্দর উপজেলা পরিষদ কার্যলয়ের সামনে থেকে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের করা হয়। শোভাযাত্রাটি উপজেলা শহরের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে উপজেলা চত্বরের মুক্তমঞ্চে এসে আলোচনা সভায় মিলিত হয়।
সেখানে আগত দর্শকদের বঙ্গবন্ধুর জীবনভিত্তিক স্থিরচিত্র প্রদর্শন করা হয়। পরে সেখানে বঙ্গবন্ধুর জীবনদর্শনবিষয়ক আলোচনাসভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান তারিকুল ইসলাম তারিক।
চিরিরবন্দর উপজেলা নির্বাহী কর্মকর্তা আয়েশা সিদ্দীকার সভাপতিত্বে অন্যান্যের মধ্যে সহকারী কমিশনার (ভূমি) মো.মেজবাউল করিম, ভাইস চেয়ারম্যান জোতিষ চন্দ্র রায়, মহিলা ভাইস চেয়ারম্যান মোছা: লায়লা বানু, কৃষিবিদ মো. মাহমুদুল হাসান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আয়ুবর রহমান শাহ্, সাধারন সম্পাদক অধ্যক্ষ আহসানুল হক মুকুল, পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. আজমল হক, প্রকল্প কর্মকর্তা মনারুল ইসলাম, অফিসার ইনচার্জ সুব্রত কুমার রায়, ইউপি চেয়ারম্যান আবু হায়দার লিটনসহ সরকারী বিভিন্ন দপ্তরের কর্মকর্তাবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ,এবং সুধীসমাজ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *