এস.এম রকি,খানসামা (দিনাজপুর) প্রতিনিধিঃ
দেশের বর্তমান উদ্ভূত পরিস্থিতি নিয়ে দিনাজপুরের খানসামা উপজেলার বিভিন্ন মসজিদের ইমামগনের সাথে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (১৯ অক্টোবর) দুপুরে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ সভাকক্ষে মতবিনিময় সভাটি অনুষ্ঠিত হয়।
ইউএনও আহমেদ মাহবুব-উল-ইসলাম এর সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালী বক্তব্য রাখেন অর্থ মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সভাপতি আবুল হাসান মাহমুদ আলী,এমপি। এসময় উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক সফিউল আযম চৌধুরী লায়ন, ওসি কামাল হোসেন, ভেড়ভেড়ী ইউপি চেয়ারম্যান হাফিজ সরকার, খামারপাড়া ইউপি চেয়ারম্যান সাজেদুল হক সাজু, ইসলামিক ফাউণ্ডেশনের ফিল্ড সুপারভাইজার, বিভিন্ন মসজিদের ইমাম, মুয়াজ্জিনগণ ও মসজিদ ভিত্তিক শিক্ষা কার্যক্রমের শিক্ষকগণ।