মো.মনির হোসেন,ঝালকাঠিঃ
বাংলাদেশ এখন মধ্যম আয়ের দেশ হিসেবে পর্দাপন করেছে। জাতিসংঘের মাফকাঠিতে স্বল্পোন্নত দেশের স্ট্যাটাস হতে উন্নয়নশীল দেশ হিসেবে বাংলাদেশের উত্তরণের যোগ্যতা অর্জণের ঐতিহাসিক সাফল্য উদযাপন উপলক্ষে প্রেস ব্রিফিং করেন ঝালকাঠি জেলা প্রশাসক মো. হামিদুল হক। জেলা প্রশাসন ও জেলা তথ্য অফিস’র যৌথ আয়োজনে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে ২০ মার্চ সকাল ১০ টায় এ প্রেস ব্রিফিং অনুষ্ঠিত হয়। সভায় বক্তারা জানান, বাংলাদেশ এই প্রথম এলজিসি ক্যাটাগরি থেকে উত্তরণের সকল শর্ত পূরণ করেছে। যার প্রেক্ষিতে জাতিসংঘের কাছে থেকে স্বল্পোন্নত দেশ থেকে উন্নয়নশীল দেশের কাতারে ওঠার যোগ্যতা অর্জনের স্বীকৃতিপত্র পেয়েছে। জাতিসংঘের কমিটি ফর ডেভেলমেন্ট পলিসি (সিডিপি) এই ঘোষণা সংক্রান্ত চিঠি জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধির কাছে হস্তান্তর করেছেন। গত শুক্রবার সন্ধ্যায় (বাংলাদেশ সময় ১৭ মার্চ শনিবার) নিউইয়র্কে বাংলাদেশ মিশনের বঙ্গবন্ধু মিলনায়তনে এক অনুষ্ঠানে রাষ্ট্রদূত মাসুদ বিন মোমেনের হাতে চিঠিটি তুলে দেন সিডিটি সেক্রেটারিয়েটের প্রধান রোলান্ড মোলেরাস। বিশ্ব ব্যাংকের বিবেচনায় বাংলাদেশ ২০১৫ সালের জুলাই মাসে নি¤œ আয়ের দেশ থেকে নি¤œ-মাধ্যম আয়ের দেশে উন্নীত হয়। এখন জাতিসংঘের মাপকাঠিতেও উন্নয়নশীল দেশে উত্তরণ ঘটলো বাংলাদেশের। উল্লেখ্য, মধ্যম আয়ের দেশ- এই শ্রেণি করনটি মূলত বিশ্বব্যাংকের। কোন দেশকে কি পরিমাণ ঋণ দেওয়া হবে, সেটি নির্ধারন করতেই মোট জাতীয় উৎপাদন (জিএলআই) মাথাপিছু আয়ের ভিত্তিতে বিশ্বের দেশগুলোকে চার ভাগে ভাগ করে থাকে: (১) নি¤œ আয়ের দেশ- মাথাপিছু আয় কমপক্ষে ১০৪৫ ডলার (২) নি¤œ মধ্যম আয়ের দেশ-কমপক্ষে ১০৪৬ ডলার- ৪১২৫ ডলার (৩) উচ্চ মধ্যম আয়ের দেশ কমপক্ষে ৪১২৬ ডলার- ১২৭৪৫ ডলার এবং (৪) উচ্চ আয়ের দেশ কমপক্ষে ১২৭৪৬ ডলারের বেশি আয়। প্রতিবছরের ১জুলাই বিশ্বব্যাংক এই শ্রেণীকরণের তালিকা প্রকাশ করে থাকে। প্রেসব্রিফিং ও আলোচনা সভায় জেলা আওয়ামী লীগ’র সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান সরদার মোঃ শাহ আলম, জেলা তথ্য কর্মকর্তাসহ, গণপূর্ত নির্বাহী প্রকৌশলী হারুন অর রশিদ, সিভিল সার্জন ডাঃ শ্যামল কৃষ্ণ হাওলাদার, এডিসি সাইদুজ্জামানসহ জেলার সকল সরকারি,বেসরকারি ও শায়ত্বসাশিত প্রতিষ্ঠানে প্রতিনিধিগন,জিলা স্কুল,বালিকা বিদ্যালয়ের ছাত্র-ছাত্রি’রা উপস্থিত ছিলেন।অন্যদিকে জাতিসংঘ সদস্য দেশগুলোকে স্বল্পোন্নত (এলডিসি), উন্নয়নশীল ও উন্নত এ তিন ভাগে ভাগ করে থাকে। অর্থনৈতিক ও সামাজিক তিনটি সূচকের বিবেচনায় বাংলাদেশ এ গৌরব অর্জন করে।