মো: নাজমুল হুদা মানিক \
ময়মনসিংহে গণমাধ্যম কর্মীদেরকে নিয়ে বাংলাদেশ পরমানু কৃষি গবেষনা ইনস্টিটিউট (বিনা) এর প্রযুক্তি পরিচিতি শীর্ষক প্রশিক্ষণ কর্মশালা ১৯ ডিসেম্বর  সকালে বাংলাদেশ পরমাণু কৃষি গবেষণা ইন্সটিটিউট (বিনা) এর আয়োজনে ডক্টর এম এ ওয়াজেদ মিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত হয়েছে। প্রশিক্ষণ কর্মশালায় বিনা’র মহাপরিচালক ড. মির্জা মোফাজ্জল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন বিনা বোর্ড অব ম্যানেজমেন্টের সদস্য ও ময়মনসিংহ জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মোয়াজ্জেম হোসেন বাবুল। তিনি বলেন প্রধানমন্ত্রীর নির্দেশ অনুযায়ী ১ ইঞ্চি জমি অনাবাদি থাকবে না এবং একজন মানুষও না খেয়ে থাকবে না। বিনা‘র এই ব্যাপক কার্যক্রম জনগনকে অবহিত করা ও প্রান্তিক কৃষকগন সর্বোচ্চ সুবিধা পেতে পারে এবং লাভবান হতে পারে এই জন্য গণমাধ্যম কর্মীদের নিয়ে আজকের এই প্রশিক্ষন কর্মশালা। বিনার ডিজি মির্জা মোফাজ্জল ইসলাম বলেন অতিবৃষ্টি, অনাবৃষ্টি এবং বন্যা এই চ্যলেঞ্জ মোকাবেলা করে বিনা নতুন নতুন ফসল উদ্ভাবন করে যাচ্ছে। তিনি নিজে গবেষণা চালিয়ে লবনাক্ত পানি সমুদ্র সৈকতে ধান ফলাতে সক্ষম হয়েছেন। বন্যা হয়েছে, ফসল ফলাতে দেরী হয়েছে এই জন্য  বিনা -১৪ সহ বিভিন্ন রকম ধান রয়েছে। প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশে আগামী ৫০ বছরে বিনার কার্যক্রম কি হবে তা নিয়ে বিনা কাজ করছে। তিনি আরো বলেন,  আদর্শজাত উদ্ভাবন করতে চাই যার মধ্যে পুষ্টি থাকবে, ফলন বেশী হবে, রোগবালাই মুক্ত স্বাদযুক্ত সমস্ত গুনাগুন থাকবে। জনগন যা চাচ্ছে এবং বিদেশে রপ্তানি করে বৈদেশিক মুদ্রা অর্জন করা যায় তা নিয়ে বিনা কজ করছে। এ সময় বিনা’র পরিচালক ডক্টর হোসনেয়ারা বেগম, ডক্টর জাহাঙ্গীর আলম, ডক্টর আবুল কালাম আজাদ, ময়মনসিংহ প্রেসক্লাবের সাধারণ সম্পাদক অমিত রায় সহ প্রিন্ট এবং ইলেক্ট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

 

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন