আশরাফুল হক রুবেল কুড়িগ্রাম থেকে
বাংলাদেশ পুলিশ উইমেন নেটওয়ার্ক (বিপিডব্লিউএন) কর্তৃক কুড়িগ্রামে দুঃস্থ ও অসহায় মানুষের মাঝে আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।সোমবার সকালে পুলিশ লাইন্স কুড়িগ্রাম ড্রিলশেডে অনুষ্ঠিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পুলিশ সুপার কুড়িগ্রাম (অতিরিক্ত ডিআইজি পদে পদোন্নতিপ্রাপ্ত) সৈয়দা জান্নাত আরা।

অনুষ্ঠানে কুড়িগ্রাম জেলার অসহায়, গৃহহীন, নদীভাঙ্গন কবলিত ২০ টি পরিবারকে নগদ ১০,০০০ টাকা করে সর্বমোট ২ লক্ষ টাকা প্রদান করা হয়। এছাড়াও রাজারহাট থানার একজন বিশেষ চাহিদা সম্পন্ন শিশুকে হুইল চেয়ার প্রদান করা হয়।

উক্ত অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন, মোঃ রুহুল আমীন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অপরাধ), মোঃ জিয়াউর রহমান, অতিরিক্ত পুলিশ সুপার, কুড়িগ্রাম সার্কেল, মোহাম্মদ মহিবুল ইসলাম, অতিরিক্ত পুলিশ সুপার, উলিপুর সার্কেল, জনাব মোঃ সুমন রেজা, সহকারী পুলিশ সুপার, নাগেশ্বরী সার্কেল, কুড়িগ্রাম সহ অন্যান্য পুলিশ কর্মকর্তাবৃন্দ।

  

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *