কুড়িগ্রাম জেলা প্রতিনিধি।
বাংলাদেশ মাদ্রাসা শিক্ষা বোর্ড কর্তৃক রেজিস্ট্রেশন প্রাপ্ত সকল স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা জাতীয়করণ ঘোষণার দাবিতে কুড়িগ্রামে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার আয়োজনে জেলা প্রশাসক কার্যালয়ের সামনে গত ২৩ মে সকালে অনুষ্ঠিত মানববন্ধন শেষে জেলা প্রশাসকের মাধ্যমে মাননীয় প্রধানমন্ত্রী ও মাননীয় শিক্ষা মন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়। এ মানববন্ধন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বাংলাদেশ স্বতন্ত্র ইবতেদায়ী মাদ্রাসা শিক্ষক সমিতি কুড়িগ্রাম জেলা শাখার সভাপতি মোঃ হায়দার আলী, সাধারণ সম্পাদক মোঃ আব্দুর রশিদ, সহ-সভাপতি মোঃ হাসমত আলী, সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুর রহমান, দপ্তর সম্পাদক মোঃ আতিকুর রহমান, প্রচার সম্পাদক মোঃ হাফিজুর রহমান, অর্থ সম্পাদক মোঃ আব্দুল কাদের অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন মোঃ বাদশা মিয়া, মোঃ আক্তার হোসেন, মোঃ লিয়াকত আলী আকন্দ, মোঃ আলিম উদ্দিন, মোঃ সুরুজ্জামান, মোঃ আব্দুল লতিফ, মোঃ আবুল কালাম, মোঃ নওশাদ প্রমুখ।