স্টাফ রিপোর্টারঃ বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহ শাখার উদ্যোগে ৭ ডিসেম্বর বুধবার ২০২২ মৈত্রী দিবস উপলক্ষ্যে ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির শহীদ সৈয়দ নজরুল ইসলাম ভবনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

ঐতিহাসিক ৬ ডিসেম্বর বাংলাদেশ ও ভারত সরকার কর্তৃক স্বীকৃত মৈত্রী দিবস উপলক্ষ্যে আলোচনা সভায় সভাপতিত্ব করেন ময়মনসিংহ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহের আহবায়ক অ্যাডভোকেট বিকাশ চন্দ্র রায় এবং সঞ্চালনা করেন সম্মিলিত সাংস্কৃতিক জোট ময়মনসিংহের সদস্যসচিব ও বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহ শাখার সদস্য সচিব অ্যাডভোকেট আবদুল মোত্তালেব লাল।

আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে হিন্দু বৌদ্ধ খ্রিস্টান ঐক্য পরিষদ ময়মনসিংহ মহানগর শাখার সভাপতি এড. প্রশান্ত দাস চন্দন, ময়মনসিংহ জেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাজ্জাদ জাহান চৌধুরী শাহীন, এড. সানাউল হক তসলিম, এড.তোফায়েল আহমেদ,এড. মেহেদী হাসান, এড. সুতপা পাল গোপা, এড.কাদির খান, এড. আবুল কালাম আজাদ, মহানগর আওয়ামী লীগের সাবেক বন ও পরিবেশ বিষয়ক সম্পাদক রফিকুল ইসলাম রতন, সুমন চন্দ্র ঘোষ সহ বাংলাদেশ সচেতন নাগরিক কমিটি ময়মনসিংহ শাখার নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠিত উপস্থিত নেতৃবৃন্দের প্রত্যেকেই জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের নেতৃত্বে সংগঠিত মহান মুক্তিযুদ্ধে তৎকালীন ভারতীয় প্রধানমন্ত্রী ইন্দিরা গান্ধী ও মহান মুক্তিযুদ্ধে আত্মাহুতি দানকারী ভারতীয় মিত্রবাহিনীর ভূয়সী প্রশংসা করেন এবং মহান মুক্তিযুদ্ধে ভারত সরকার কর্তৃক এক  কোটি বাংলাদেশী শরনার্থীকে আশ্রয়  প্রদান করার জন্য কৃতজ্ঞতা জ্ঞাপন করেন। আলোচনা সভায় উপস্থিত 

বক্তারা প্রায় সবাই অভিন্ন সুরেই বলেন ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে ৬ ডিসেম্বর  তৎকালীন ভারত সরকার বাংলাদেশকে স্বীকৃতি প্রদানের মধ্য দিয়ে মুক্তিযুদ্ধের বিজয়ের গতি ত্বরান্বিত হয় এবং বঙ্গবন্ধুকন্যা মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী কর্তৃক ঐতিহাসিক ৬ ডিসেম্বরকে মৈত্রী দিবস ঘোষণার মধ্য দিয়ে ভারত বাংলাদেশ  ঐতিহাসিক বন্ধুত্বের ভিত্তি আরো সুদৃঢ় হয়েছে বলে অভিমত প্রকাশ করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *