তেঁতুলিয়া (পঞ্চগড়) প্রতিনিধি :
পঞ্চগড়ের তেঁতুলিয়ায় বাংলাবান্ধা জিরো পয়েন্টে বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট প্যারেডের দর্শক গ্যালারির শুভ উদ্বোধন করেছেন স্বরাষ্ট্র মন্ত্রী আসাদুজ্জামান খান কামাল (এমপি)। বৃহস্পতিবার বিকেলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে নবনির্মিত এ দর্শক গ্যালারী শুভ উদ্বোধন করেন তিনি। এ সময় উদ্বোধনী অনুষ্ঠানকে স্মরণীয় করে রাখার জন্য গ্যালারী চত্ত¡রে বৃক্ষরোপণ করেন।

দুই দেশের বিদ্যমান বন্ধুপ্রতীম ভাতৃত্ববোধ ও পারস্পরিক সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক জোরদার ও আস্থা বৃদ্ধির অংশ হিসেবে পঞ্চগড় ব্যাটালিয়ন (১৮ বিজিবি) বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টের প্যারেড প্রদর্শনের আয়োজন করে। দু’দেশের সীমান্তরক্ষী বাহিনী বিজিবি-বিএসএফ মনোমুগ্ধকর ও চমকপ্রদ প্যারেড প্রদর্শন করেন।

প্যারেড শেষে স্বরাষ্ট্রমন্ত্রী বিজিবি ও বিএসএফ কন্টিনজেন্টকে চমকপ্রদ ও মনোমুগ্ধকর প্যারেড প্রদর্শনের জন্য ধন্যবাদ জানান। তাদেরকে মিষ্টি বিতরণ করেন এবং তাদের সাথে ফটোশেসনে অংশ নেন। পরে বাংলাবান্ধায় নবনির্মিত গ্যালারি চত্বরে অনুষ্ঠিত বিজিবি-বিএসএফ জয়েন্ট রিট্রিট সিরিমনিকে স্মরণীয় করে রাখতে উভয় বাহিনীর মধ্যে শুভেচ্ছা উপহার বিনিময় করেন।

উদ্বোধনী অনুষ্ঠানে বিজিবির মহাপরিচালক মেজর জেনারেল সাকিল আহমেদ, এসপিপি, এনএসডবিøউসি, এএফডবিøউসি, পিএসসি, পঞ্চগড়-১ আসনের সংসদ সদস্য মজাহারুল হক প্রধান, বিজিবি’র উত্তর পশ্চিম রিজিয়ন, রংপুর-এর রিজিয়ন কমান্ডার ব্রিগেডিয়ার জেনারেল এ বি এম নওরোজ এহসান, বিএসপি, পিএসসিসহ বিজিবি’র উর্ধ্বতন কর্মকর্তাগণ, বিএসএফ নর্থ বেঙ্গল ফ্রন্টিয়ার, শিলিগুড়ির আইজি শ্রী অজয় সিংসহ বিএসএফের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, পঞ্চগড় জেলা প্রশাসক মো.জহুরুল ইসলাম, পুলিশ সুপার এসএম সিরাজুল হুদা ( পিপিএম ), সরকারী ও বেসরকারী পদস্থ কর্মকর্তাবৃন্দ, স্থানীয় জনপ্রতিনিধি, গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন গণমাধ্যমের সাংবাদিকবৃন্দ। এ সময় বিজিবি-বিএসএফের জয়েন্ট রিট্রিট উপভোগ করতে বিভিন্ন স্থান থেকে শতশত দর্শনার্থী ও পর্যটকের সমাগম ঘটে।

এর আগে দুপুর আড়াইটার দিকে স্বরাষ্ট্রমন্ত্রী হেলিকপ্টার যোগে তেঁতুলিয়া সরকারি মডেল পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে অবতরণ করেন। সেখানে বিজিবি কর্মকর্তা ও থানা পুলিশ বিশেষ সম্মান প্রদর্শন করেন। স্বরাষ্ট্র মন্ত্রীর হেলিকপ্টার যোগে আসার খবরে হেলিকপ্টার দেখতে সীমান্তবর্তী উপজেলাটির বিভিন্ন স্থান থেকে হাজার হাজার সমাগম ঘটে। #

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *