চট্টগ্রাম ব্যুরো প্রধান
এসআই (নিরস্ত্র)/মোঃ আনোয়ার হোসেন সঙ্গীয় অফিসার ফোর্সসহ ইং ২২/০২/২০২৪ খ্রিঃ তারিখ ০১.০৫ ঘটিকার সময় বাকলিয়া থানাধীন নতুনব্রীজ সংলগ্ন পাবলিক টয়লেট এর বিপরীতে পাশে নিজামের তেলের দোকানের পিছনে খালি জায়গার উপর নগদ টাকার মাধ্যমে জুয়ার খেলার সময় অভিযান পরিচালনা করে জুয়া খেলার সরঞ্জাম ও ৫২(বায়ান্ন) টি জুয়া খেলার তাস ও নগদ ৩৫০০ (তিন হাজার পাঁচশত) টাকা’সহ জুয়াড়ী ১। মোঃ সেলিম (৩১), ২। মোঃ আরিফ (২৮), ৩। মোঃ সাইফুল ইসলাম (২৬),৪। সাহাবউদ্দিন (২১), ৫। মোঃ রিদুয়ানুল ইসলাম (২৩),৬। মোঃ সাকিব (২৪), ৭। মোঃ আব্দুল্লাহ (১৯)’দেরকে আটক করেন।
আটককৃতদের বিরুদ্ধে সিএমপি বাকলিয়া থানার নন.এফ. আই.আর প্রসিকিউশন নং- ৬১/২০২৪, তারিখ- ২২/০২/২০২৪ খ্রিঃ, ধারা- সিএমপি অধ্যাদেশ ৯৪ রুজু হয়।