উত্তম দাস
আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচনকে কেন্দ্র করে উৎসব মুখর পরিবেশের মধ্য দিয়ে বাকেরগঞ্জের রঙ্গশ্রী ইউনিয়নে চেয়ারম্যান পদে মনোনয়ন পেতে আওয়ামী লীগের দলীয় মনোনয়ন পত্র সংগ্রহ করেন রঙ্গশ্রী ইউনিয়ন পরিষদের বর্তমান চেয়ারম্যান ও উপজেলা যুবলীগ নেতা মো:বশির উদ্দিন সিকদার ।
আজ বুধবার সন্ধ্যায় তিনি উপজেলা আওয়ামীলীগ কার্যালয়ে উপজেলা আওয়ামীলীগ সাধারণ সম্পাদক মেয়র লোকমান হোসেন ডাকুয়ার হাত থেকে ফরম সংগ্রহ করেন। এসময় উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মিজানুর রহমান মিজান, সাবেক যুগ্ন-সাধারন সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, সাবেক প্রচার সম্পাদক জেলা পরিষদ সদস্য নিয়ামত আবদুল্লাহ পলাশ, পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, সাধারণ সম্পাদক মাসুদ আকনসহ রঙ্গশ্রী ইউনিয়ন আওয়ামীলীগ ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।