বাকেরগঞ্জ প্রতিনিধি /উত্তম দাস

বাকেরগঞ্জে কমিউনিটি পুলিশিং ডে উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা অডিটরিয়ামে শনিবার সকাল ১০ টায় এ সভা অনুষ্ঠিত হয়। থানা অফিসার ইনচার্জ মোঃ আবুল কালামের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (বাকেরগঞ্জ সার্কেল) সুদীপ্ত সরকার পিপিএম।

সভায় বক্তব্য রাখেন পৌর মেয়র লোকমান হোসেন ডাকুয়া, সহকারি কমিশনার ভূমি মোঃ তরিকুল ইসলাম, উপজেলা কমিউনিটি পুলিশের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মানিক হোসেন মোল্লা, জেলা কমিউনিটি পুলিশের সদস্য রহিমা সুলতানা কাজল, উপজেলা আওয়ামীলীগের যুগ্ম-সম্পাদক সৈয়দ মোজাম্মেল, অমল চন্দ্র দাস শিবু, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক অধ্যাপক বিপ্লব মিত্র।

সভায় উপস্থিত ছিলেন পৌর আওয়ামীলীগ সভাপতি মশিউর রহমান জোমাদ্দার, উপজেলা জাতীয় পার্টির যুগ্ম-সম্পাদক মানিক হাওলাদার, যুব বিষয়ক সম্পাদক অধ্যাপক শহিদুল ইসলাম, উপজেলা যুবলীগ সাধারণ সম্পাদক মোখলেসুর রহমান, পৌর যুবলীগ সভাপতি খন্দকার জিয়াউর রহমান রিপন, প্রধান শিক্ষক মোঃ হাবিবুর রহমান, বাকেরগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি দানিসুর রহমান লিমন, উপজেলা শ্রমিকলীগ সভাপতি আবুল কালাম ডাকুয়া, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাইফুল ইসলাম ডাকুয়া প্রমূখ।

সভায় বক্তারা বলেন, “মুজিব বর্ষের মূলমন্ত্র, কমিউনিটি পুলিশিং সর্বত্র” এ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে সারা দেশে একযোগো আজ কমিউনিটি পুলিশিং ডে পালিত হচ্ছে। পুলিশ জনগনের বন্ধু। পুলিশকে সকল বিষয়ে তথ্য দিয়ে সহযোগীতা করতে হবে। তাহলেই সমাজ থেকে সকল অপকর্মের মূলোৎপাটন করা সম্ভব হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

আরো পড়ুন