দানিসুর রহমান লিমন-
বাকেরগঞ্জে ক্যাবল ব্যবসাকে কেন্দ্র করে কবির হোসেন নামের একজন ডিস লাইনের ব্যবসায়ীকে হত্যার চেষ্টা করা হয়েছে। আহত কবির হোসেন (৩৫) বর্তমানে বাকেরগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন রয়েছেন। এ ঘটনায় আহতের মা মোসাঃ শাহীনুর বেগম বাদী হয়ে ৯-১০ জনকে বিবাদী করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগ সূত্রে জানা যায়,শাহিনুর বেগমের পুত্র কবির হোসেন বাকেরগঞ্জ উপজেলার চরাদি ইউনিয়নে দীর্ঘ ১০ বছর যাবৎ ডিস লাইনের ব্যবসা করছেন। পশ্চিম চরাদী গ্রামের সামসু হাওলাদারের পুত্র রফিক হাওলাদার ও তরিক হাওলাদারদের ওই ব্যবসার উপর লোলুপ দৃষ্টি পড়ে। রফিক ও তরিকরা মিলে ডিস ব্যবসায়ী কবিরের এলাকায় নতুন করে ডিস সংযোগ দিয়ে ব্যবসা শুরু করে এবং তাকে ডিস লাইনের ব্যবসা থেকে বিতাড়িত করতে প্রায় রাতেই তাহার দেয়া ডিস সংযোগের তার কেটে ফেলে দেয়। এতে তার লক্ষাধিক টাকার ক্ষতি হয়। ডিস ব্যবসায়ী কবির হোসেন এ ঘটনার প্রতিবাদ করিলে তাকে মারধর ও খুনজখম করার অপচেষ্টায় লিপ্ত থাকে। তিনি কেটে ফেলা তারের সংযোগ দিতে গেলে পূর্ব শত্রুতার জের ধরে বুধবার সকাল ৮টার সময় রফিক হাওলাদার, তরিক হাওলাদার, রাজিব সিকদার, মিজান হাওলাদার ও রাজিব তালুকদারসহ ৯-১০ জন ধারালো দা, লোহার রড ও লাঠিসোঠা নিয়ে তাকে হত্যার উদ্দেশ্যে পশ্চিম চরাদী গ্রামের আব্দুল জব্বার ফকিরের বাড়ির সামনের রাস্তার উপর বসে তার পথরোধ করে হামলা চালিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে। নিকটাত্নীয় আব্দুর রশিদ তাকে বাঁচাতে গেলে হামলাকারীরা তাকেও কুপিয়ে গুরুতর জখম করে। এসময় হামলাকারী সন্ত্রাসীরা তার নিকট থেকে নগদ ৪৩ হাজার টাকা ছিনাইয়া নেয়। এ ঘটনায় আহত কবির হোসেন ও তার পরিবার চরম নিরাপত্তাহীনতায় দিন কাটাচ্ছেন।