সঞ্জিত ডাকুয়া ; বাগেরহাট প্রতিনিধি :
বাগেরহাটের পূর্ব সুন্দরবন বিভাগের শরণখোলা স্টেশন কর্মকর্তা (এসও) মো. শামসুল হক (৫৯) মারা গেছেন। বুধবার দুপুর ১ টার দিকে তিনি অফিসে অবস্থানরত অবস্থায় অসুস্থ হয়ে পড়েন। বিকেল ৩টার দিকে শরণখোলা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পর কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। জানা যায় ওই বন কর্মকর্তা দীর্ঘদিন ধরে ডায়াবেটিস, হাইব্লাড প্রেসার ও হার্টের সমস্যায় ভুগছিলেন।

এ ব্যাপারে শরণখোলা রেঞ্জের সহকারী বনসংরক্ষক (এসিএফ) মো. জয়নাল আবেদীন জানান, মো. শামসুল হক ২০১৮ সালের ২৮ অক্টোবর পূর্ব সুন্দরবনের শরণখোলা স্টেশনে কর্মকর্তা (এসও) হিসেবে যোগদান করেন। তিনি টাঙ্গাইলের মির্জাপুর উপজেলার মহিষামুরা গ্রামের মৃত ইমাম উদ্দিন মাষ্টারের ছেলে। তার স্ত্রী ও একটি কন্যা সন্তান রয়েছে। তার মৃত্যুতে বনবিভাগে ও তার পরিবারে শোকের ছায়া নেমে এসেছে। তার মরদেহ গ্রামের বাড়িতে পাঠানো হয়েছে।

মৃত্যুর কারন সম্পর্কে শরণখোলা স্বাস্থ্য কমপ্লেক্সের আবাসিক স্বাস্থ্য কর্মবর্তা (আরএমও) ডা. এসএম ফয়সাল আহমেদ জানান, ঐ বন কর্মকর্তাকে হাসপাতালে আনার আগেই মারা গেছেন। তার ডায়াবেটিস, উচ্চ রক্তচাপ ও হার্টের সমস্যা ছিল বলে তার সহকর্মীদের মাধ্যমে জানা গেছে।

তিনি আরও জানান, যেহেতু বর্তমানে সারা দেশেই করোনার প্রাদুর্ভাব। তিনি করোনাভাইরাস সংক্রমিত কিনা তা নিশ্চিত হওয়ার জন্য তার নমুনা রাখা হয়েছে। ওই নমুনা খুলনা মেডিক্যাল কলেজের পিসিআর ল্যাবে পাঠানো হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *