শেখ সাইফুল ইসলাম কবির:
বাগেরহাটের মোরেলগঞ্জে পঞ্চকরন ইউনিয়নে মঙ্গলবার সকালে উন্মুক্ত ওয়ার্ড সভা অনুষ্ঠিত হয়েছে। সভায় প্রধান অতিথি ছিলেন ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ইউপি চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুর রাজ্জাক মজুমদার। স্থানীয় সমাজ সেবক গিয়াস হাওলাদারের সভাপতিত্বে অন্যান্যের মধ্যে আলোচনা করেন উপ সহকারি কৃষি কর্মকর্ত দীপংকর সমাদ্দার, তথ্য সেবা কেন্দ্রের উদ্যোক্তা রবিউল ইসলাম শরীফ, পরিবার পরিকল্পনা পরিদর্শক জুয়েল আজাদ, প্রাক্তণ শিক্ষক আব্দুর রউফ হাওলাদার, প্রাণী সম্পদ দপ্তরের এআই টেকনিশিয়ান অহিদুজ্জামান ও ইউপি সদস্য শ্যামলী খানমসহ স্থানীয় বিভিন্ন নেতৃবৃন্দ।
সভায় প্রধান অতিথি চেয়ারম্যান আব্দুর রাজ্জাক মজুমদার বলেন, ডিজিটাল বাংলার রুপকার প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা গ্রামীন অবকাঠামো উন্নয়নসহ সাধারণ মানুষের দ্বারপ্রান্তে সেবা পৌছে দেওয়ার জন্য প্রতিটি সেক্টরেই আমুল পরিবর্তন এনেছে। যার প্রেক্ষিতে প্রত্যন্ত অঞ্চলের মানুষ আজ ঘরে বসে ডিজিটাল সেবা পাচ্ছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *