শেখ সাইফুল ইসলাম কবির : বাগেরহাটের মোরেলগঞ্জে বুধবার আওয়ামী যুবলীগের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিভিন্ন কর্মসূচি পালন করেছে। কর্মসূচির মধ্যে ছিল জাতীয় ও দলীয় পতাকা উত্তোলন, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও যুবলীগের প্রতিষ্ঠাতা শেখ ফজলুল হক মনি’র প্রতিকৃতিতে মাল্যদান , আনন্দ মিছিল ও আলোচনা সভা।
উপজেলা ও পৌর যুবলীগের উদ্যোগে কাপুড়িয়া পট্টিতে অনুষ্ঠিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন উপজেলা যুবলীগের আহ্বায়ক মোজাম্মেল হক। প্রধান অতিথি ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এম এমদাদুল হক। প্রধান বক্তা ছিলেন উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক এ্যাড. তাজিনুর রহমান পলাশ। বিশেষ অতিথি ছিলেন আওয়ামীলীগ নেতা ছরোয়ার হোসেন, পৌর আওয়ামীলীগ সাধারন সম্পাদক হারুন অর রশিদ, আওয়ামীলীগ নেতা শহিদুজ্জামান সাবু, ইখতিয়ার হোসেন দিলাল, মুক্তিযোদ্ধা শাহ আলম হাওলাদার,নান্টু সাহা।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন, উপজেলা স্বেচ্ছাসেবকলীগ আহবায়ক ইলিয়াস হোসেন দুলাল,আমিনুল ইসলাম মিলন, মো.জালাল তালুকদার, পৌর যুবলীগ আহবায়ক আসাদুজ্জামান বিপু, যুগ্ম আহবায়ক আরিফুল ইসলাম আরিফ প্রমুখ।